TRENDING:

North 24 Parganas News: বহুদিন গভীর অন্ধকার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে চৈতল-মালঞ্চ সেতু

Last Updated:

বসিরহাটের চৈতল-মালঞ্চ সেতুতে বহুদিন আলো জ্বলে না। ফলে অন্ধকার নামলেই সেতুর উপর শুরু হয় সমাজবিরোধীদের আনাগোনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বহুদিন ধরে আঁধারে প্রহর গুনছে চৈতল-মালঞ্চ সেতু। মিনাখাঁয় বিদ্যাধরী নদীর উপর এইসেতুটি অবস্থিত। সেতুর উপর বিদ্যুতের খুঁটি আছে, কিন্তু নেই আলাে। কোথাও আবার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে। সব মিলিয়ে সন্ধের অন্ধকার নামলেই এই সেতু দিয়ে চলাচল করা এক প্রকার দুঃসাধ্য হয়ে ওঠে।
advertisement

আরও পড়ুন: অমৃত ভারতে বদলে যাচ্ছে মালদহ টাউন স্টেশন

২০০৫ সালে সেতুটি উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় সেতুর দু’দিকেই বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছিল। তাতে লাগানো ছিল হ্যালোজেনের আলো। কিন্তু বছর পার হতে না হতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যুতের খুঁটিগুলিও এবার ভেঙে পড়ছে।

advertisement

View More

স্থানীয়দের অভিযোগ, আলো না থাকায় রাতে এই সেতুর উপর সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ে। রাত বাড়লে লােকজন যাওয়া-আসা করতে ভয় পায়। আতঙ্কের মধ্যে চালকরা গাড়ি চালান। ২০০৫ সালে উদ্বোধনের পর এই সেতুটি দিয়ে গাড়ি চলাচল শুরু হলে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা থেকে দ্রুত কলকাতায় পৌঁছনাের জন্য এই সেতুটিই প্রধান মাধ্যম হয়ে ওঠে। কিন্তু সেতুটিতে বহুদিন ধরে আলাে না থাকায় মাঝে মাঝে ছােট-বড়াে দুর্ঘটনা ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের আনাগােনাও বাড়ে। এই অবস্থায় পথচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা চাইছেন চৈতল-মালঞ্চ সেতুতে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক, জ্বলে উঠুক আলো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বহুদিন গভীর অন্ধকার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে চৈতল-মালঞ্চ সেতু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল