Malda News: অমৃত ভারতে বদলে যাচ্ছে মালদহ টাউন স্টেশন

Last Updated:

কেন্দ্রীয় রেল মন্ত্রকের মেগা প্রজেক্ট অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকায় জায়গা পেয়েছে মালদহ টাউন স্টেশন। ১২ কোটি টাকা খরচ করে এই স্টেশনের পরিকাঠামো সম্পূর্ণ বদলে দিচ্ছে রেল

+
title=

মালদহ: অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে যাত্রী পরিষেবার পরিধি বাড়তে চলেছে মালদহ টাউন স্টেশনে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের এই মেগা প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হচ্ছে স্টেশনের বিভিন্ন ক্ষেত্র। যাত্রীদের প্রবেশ থেকে শুরু করে বাহির পথ, এমনকি ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এবার থেকে মালদহ টাউন স্টেশনে মিলবে অত্যাধুনিক পরিষেবা।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই মালদহ টাউন স্টেশন চত্বরে একাধিক পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে। নতুন করে আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভবনগুলি। স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য তৈরি হচ্ছে আধুনিক ফুট ব্রিজ। যাত্রীদের সুবিধের জন্য চলমান সিঁড়ি, লিফট বসানোও হচ্ছে। সমস্ত প্ল্যাটফর্মে থাকবে আধুনিক ডিসপ্লে। যেখান সমস্ত ট্রেনের প্রতিমুহূর্তের গতিবিধি ফুটে উঠবে। যাতে যাত্রীরা সহজেই বুঝতে পারেন তাঁদের কত নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে বা কখন ট্রেন এসে পৌঁছবে।
advertisement
advertisement
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এই ডিভিশনের অধীনে ১৫ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হচ্ছে। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে পরিকাঠামো উন্নয়নের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মালদহ টাউন স্টেশনে প্ল্যাটফর্ম চওড়া, যাত্রীদের বসার জায়গার মানোন্নয়ন, বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিদের জন্য র‍্যাম্প তৈরি, ইন্টারনেট পরিষেবার উন্নয়নের মতো কাজগুলি হচ্ছে। পাশাপাশি পুরুষ ও মহিলা যাত্রীদের সুবিধের জন্য আধুনিক শৌচাগার তৈরির কাজও চলছে। সেইসঙ্গে রেলের আধুনিক ফুঠ স্ট‌ল‌ও থাকবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অমৃত ভারতে বদলে যাচ্ছে মালদহ টাউন স্টেশন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement