TRENDING:

North 24 Parganas News: ভুয়ো সরকারি ওয়েবসাইট ও রশিদ বানিয়ে বালি খাদানের রমরমা কারবার! ধৃত প্রতারণা চক্রের মূল পান্ডা

Last Updated:

সরকারি দফতরের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে বালি খাদানের ভুয়ো রশিদ ছাপানো হচ্ছে। সেই জাল রশিদের সাহায্যে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে বেআইনি কারবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধাননগর: ভুয়ো সরকারি ওয়েবসাইট তৈরি করে বালি খাদানের ভুয়ো রশিদের রমরমা বেআইনি কারবার চলছিল বীরভূমে। বিধান নগর সাইবার ক্রাইম থানার নজরে প্রথম আসে বিষয়টি। এই ঘটনার তদন্তে নেমে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার এই ঘটনার মূল অভিযুক্ত অনুপ দাসকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা।
advertisement

বীরভূমের বালি খাদান নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু এই বালি খাদানের টোল ট্যাক্স বাঁচাতে একটি চক্র যে গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছে তা প্রথমে অনেকেরই নজর এড়িয়ে যায়। উত্তর ২৪ পরগনার বিধাননগর সাইবার ক্রাইম থানার নজরে প্রথম আসে বিষয়টি। এখানকার পুলিশ কর্তারা তদন্ত করে জানতে পারেন সরকারি দফতরের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে বালি খাদানের ভুয়ো রশিদ ছাপানো হচ্ছে। সেই জাল রশিদের সাহায্যে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে বেআইনি কারবার।

advertisement

আরও পড়ুন: হনুমানের দাপাদাপিতে স্কুলের ছাদ ভেঙে গুরুতর জখম ছাত্রী!

এই ঘটনা তদন্ত নেমে বীরভূম থেকে তিনজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত অনুপ দাস পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতদের জেরা করে অনুপ দাসের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে খড়্গপুরের এই বাসিন্দাকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে খবর, এই অনুপ দাস‌ঈ ভুয়ো সরকারি ওয়েবসাইট এবং বালি খাদানের ভুয়ো রশিদ ছাপানোর কারবার শুরু করে। তবে সে বালি খাদান মালিকদের মিডলম্যান হিসেবে কাজ করে থাকতে পারে বলে পুলিশের অনুমান। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভুয়ো সরকারি ওয়েবসাইট ও রশিদ বানিয়ে বালি খাদানের রমরমা কারবার! ধৃত প্রতারণা চক্রের মূল পান্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল