বীরভূমের বালি খাদান নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু এই বালি খাদানের টোল ট্যাক্স বাঁচাতে একটি চক্র যে গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছে তা প্রথমে অনেকেরই নজর এড়িয়ে যায়। উত্তর ২৪ পরগনার বিধাননগর সাইবার ক্রাইম থানার নজরে প্রথম আসে বিষয়টি। এখানকার পুলিশ কর্তারা তদন্ত করে জানতে পারেন সরকারি দফতরের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে বালি খাদানের ভুয়ো রশিদ ছাপানো হচ্ছে। সেই জাল রশিদের সাহায্যে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে বেআইনি কারবার।
advertisement
আরও পড়ুন: হনুমানের দাপাদাপিতে স্কুলের ছাদ ভেঙে গুরুতর জখম ছাত্রী!
এই ঘটনা তদন্ত নেমে বীরভূম থেকে তিনজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত অনুপ দাস পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতদের জেরা করে অনুপ দাসের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে খড়্গপুরের এই বাসিন্দাকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে খবর, এই অনুপ দাসঈ ভুয়ো সরকারি ওয়েবসাইট এবং বালি খাদানের ভুয়ো রশিদ ছাপানোর কারবার শুরু করে। তবে সে বালি খাদান মালিকদের মিডলম্যান হিসেবে কাজ করে থাকতে পারে বলে পুলিশের অনুমান। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে।
অনুপ চক্রবর্তী






