নদিয়া: স্কুল বিল্ডিংয়ের অবস্থা অনেকদিন ধরেই খারাপ ছিল। নানান জায়গায় আবেদন করেও তা সারানো সম্ভব হয়নি। সেই খারাপ স্কুল বিল্ডিংই এবার উল্টো বিপত্তি হয়ে দেখা দিল। হনুমানের তাণ্ডবে স্কুলের ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত হল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। শান্তিপুরের এই ঘটনায় ব্যাপক ক্ষুদ্ধ অভিভাবকরা।
নদিয়ার শান্তিপুরের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠনপাঠন হয়। সেখানেই হনুমানের দাপাদাপিতে ছাদের চাঙর ভেঙে পড়ে ওই ছাত্রী আহত হয়েছে। এই প্রসঙ্গে আহত ছাত্রীর বাবা বুদ্ধদেব সরকার বলেন, ক্লাস চলাকালীন হঠাৎই ছাদে লাফ দেয় হনুমান। আর তাতেই ছাদের চাঙর ভেঙে পড়ে মেয়ের মাথায়। ঘটনার খবর পেয়ে তিনি স্কুলে ছুটে আসেন। তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত না থাকায় শিশুটিকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুন: বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা শুরুতেই ভেঙে পড়ার মুখে, সামাল দিতে পঞ্চায়েতে নজরদারি কমিটি
এই ঘটনার পর ওই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিবাবকরা। তাঁরা জানিয়েছেন, শান্তিপুরের এই এলাকায় বরাবরই হনুমানের দাপাদাপি বেশি। কিন্তু তাতে কোনও বিপদ হয় না। তাঁদের মতে, স্কুল বিল্ডিংয়ের ভগ্নপ্রায় দশার কারণেই এই বিপত্তি ঘটেছে।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hanuman