আরও পড়ুন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!
মধ্যমগ্রাম পুরসভা যেমনভাবে করোনা মোকাবিলা করেছে বিগত দিনে, ঠিক একই ভাবে ডেঙ্গি মোকাবিলায় প্রস্তুত বলেও জানানো হয়। মধ্যমগ্রামে প্রায় ১৮২ টি দুর্গাপুজো হচ্ছে ছোট বড় মিলিয়ে। সবকটি পুজো মণ্ডপে পুরসভার তরফ থেকে নজরদারি চালানো হবে বলেও জানান পুরপ্রধান। মধ্যমগ্রাম ডেঙ্গির প্রকোপ চরম আকার না নিলেও জেলায় যেহেতু পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, সেই কারণে সকলকে সচেতন করতে ময়দানে নেমে পড়েছে পুরসভা।বর্তমানে মধ্যমগ্রামে ডেঙ্গি আক্রান্ত ১৮ জন। মধ্যমগ্রামের বাসিন্দা সুমন সরকার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেই বিষয়ে পুরপ্রধান জানান, সুমন সরকার নামে যার মৃত্যু হয়েছে, তার বাড়িতে নিমাই বাবু নিজে গিয়েছেন। সুমন সরকারের বাড়ি মধ্যমগ্রামে হলেও তিনি নাগেরবাজারে শ্বশুরবাড়িতে থাকতেন।
advertisement
আরও পড়ুন Durga Puja 2022: পেটের সঙ্গে ভরবে মন! ক্ষিদের সঙ্গে মিটবে তেষ্টাও, চলে আসুন দা আইরিশ ব্রুয়ারি
ডেঙ্গি আক্রান্ত হয়ে সুমন সরকার শ্যামবাজারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন। ডেঙ্গি থেকে সম্পুর্ন সুস্থও হয়ে গিয়েছিলেন তিনি। এবং হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয় তাকে। তারপরই তার মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় ডেঙ্গি মোকাবিলায় মনিটরিং করা হচ্ছে। পুরসভা সাফাই কর্মী থেকে আশাকর্মীরা এলাকায় গিয়ে মানুষদের সচেতন করছেন এবং নজরদারি চালাচ্ছে। পুজোর মরসুমে কোনভাবেই এই সচেতনতা থেকে মানুষ যেন সরে না আসে, তার জন্যই পুরপ্রধান নিজে ময়দানে নেমেছে পুজোর দিনে। পুরপ্রধান নিমাই ঘোষ আশাবাদী করোনার মত ডেঙ্গু মোকাবিলায় মধ্যমগ্রাম পুরসভা সফল হবেই।
(রুদ্র নারায়ণ রায়)