যদিও পরবর্তীতে তারা আর ফেরত যাননি বলেই জানা যায় প্রশাসন সূত্রে। আর তার পর থেকেই মিলন উৎসবে বন্ধ দুই পারের জল সীমান্ত অতিক্রম করা। এদিনও সীমান্ত রক্ষী বাহিনীর করা নজরদারির মধেই চলে এই প্রতিমা নিরঞ্জন। একে একে নৌকায় করে প্রতিমা ভেসে বেড়াতে দেখা যায় ইছামতির নদী বক্ষে। পারে দাড়িয়ে প্রচুর মানুষ সেই দৃশ্য উপভোগ করলেন চুটিয়ে। পুলিশ প্রশাসনও রাজবাড়ী ঘাট এলাকায় করা নজরদারির বন্দোবস্ত রেখেছিল।
advertisement
আরও পড়ুনঃ সোনার এই মন্দির দেখতে শেষ লগ্নেও ভিড় মধ্যমগ্রামে!
দর্শনারথীদের কাউকেই ইছামতির জলে নামতে দেওয়া হয়নি। তবে বেশ কিছু মানুষ নৌকা ভাড়া করে নদী বক্ষে নৌকায় বসে উপভোগ করলেন সেই দৃশ্য। বিকেলের দিকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে, বৃষ্টি নামলেও, মাঝে বৃষ্টিকে উপেক্ষা করেই চলে ইছামতির বুকে প্রতিমা নিরঞ্জন। নদীর বুকে বিষে বাড়াতে দেখা যায় প্রায় ৮০ উপর নৌকাকে। আর নদীর পারেই দেখাযায় মহিলাদের সিঁদুর খেলায় মেতে উঠতে। দর্শনা দিদির ভিড় ছিল চোখে পড়ার মতন।
Rudra Narayan Roy