আরও পড়ুন: হাওড়ায় এবার লড়াই ত্রিমুখী, সকাল থেকেই জমে উঠেছে টক্কর
এবারের পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে যে মিনাখাঁ বারবার রাজনৈতিক সংঘর্ষের কারণে শিরোনামে উঠে এসেছে শনিবার সকালে সেখানেই বুথে বুথে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। সাধারণ মানুষ কার্যত দুষ্কৃতীদের সন্ত্রাস, হুমকি উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে শামিল হল। তবে ভোটারদের এই উৎসাহ দেখে দুষ্কৃতীদের তৎপরতা যে থমকে গিয়েছে তা নয়। বরং উত্তর ২৪ পরগনার বহু জায়গায় শনিবার সকালেই ভোটারদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা পিছু হঠতে বাধ্য হয়। এক্ষেত্রে কোনও রাজনৈতিক রং না দেখেই সব দলের সমর্থকদের একজোট হয়ে নিজেদের বুথ রক্ষা করতে দেখা যায়।
advertisement
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোটা বসিরহাট মহাকুমার বিভিন্ন বুথে সকাল থেকে পুরুষদের অপেক্ষা মহিলা ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। শারীরিক অসুস্থতার কারণে বহু ভোটার কষ্ট করে হলেও সকাল-সকাল বুথে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যান। সব মিলিয়ে উত্তেজনার মধ্যেই চলছে গণতন্ত্রের উৎসব।
জুলফিকার মোল্লা