Panchayat Election 2023: হাওড়ায় এবার লড়াই ত্রিমুখী, সকাল থেকেই জমে উঠেছে টক্কর

Last Updated:

শনিবার সকাল থেকেই ভোট যুদ্ধ জমে উঠেছে হাওড়ায়। বাকি জেলাগুলি যখন হিংসাদীর্ণ তখন মোটের উপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কলকাতার পাশের জেলাটিতে। এখানে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে

হাওড়া: পঞ্চায়েত নির্বাচনে হাওড়ায় এবার ত্রিমুখী লড়াই। জোর টক্কর তৃণমূল, বাম ও বিজেপির মধ্যে। জেলা পরিষদে তিন দল‌ই প্রার্থী দিয়েছে। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, মালদহের মতো জেলা যখন শনিবার সকাল থেকেই উত্তপ্ত, বহু এলাকা কার্যতর রণক্ষেত্রের চেহারা নিয়েছে তখন অনেকটাই উল্টো ছবি কলকাতার পাশের জেলাটায়। এখানে তেমন কোনও বড় অশান্তির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
২০১৮ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হাওড়ায় মূল লড়াইটা হয়েছিল তৃণমূলের সঙ্গে বিজেপির। তবে এবার সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। জেলা পরিষদের ৪২ টি আসনে কার্যত ত্রিমুখী লড়াই হচ্ছে। আর তা নিয়ে তিন শিবিরের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে উত্তেজনা থাকলেও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে আছে।
advertisement
advertisement
গতবার তৃণমূল সহজে জেলা পরিষদ দখল করলেও এবার লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। বিধানসভা ভোটের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাম শিবের। হাওড়ায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫৭ টি। জেলায় পঞ্চায়েত সমিতি আছে ১৪ টি। তবে অন্যান্য জেলার মতো এখানেও ভোট হওয়ার আগেই কয়েকটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গিয়েছে শাসকদল তৃণমূল। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতিও তাদের দখলে আসা প্রায় নিশ্চিত। তবে বাকি কেন্দ্রগুলিতে লড়াই জমে উঠেছে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: হাওড়ায় এবার লড়াই ত্রিমুখী, সকাল থেকেই জমে উঠেছে টক্কর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement