এদিন নিউটাউনে বিশ্ব বাংলা গেটের নীচে ব্রিস্টল টু বেজিং যাত্রাপথের একটি পর্বের সূচনা হয় (North 24 Parganas News)। সেখানে লিউক গ্রেনফেলশ বলেন, "ক্যান্সার আক্রান্ত হওয়ার আগেই আমার স্বপ্ন ছিল গোটা বিশ্বে আমি সাইকেলিং করে ঘুরে দেখব। আমি যখন হাসপাতালে চিকিৎসারত ছিলাম তখন এক দুর্ঘটনায় আমার ভাই মারা যায়। আমি মনকে আরো শক্ত করি এবং প্রতিজ্ঞা করি ঘর ছেড়ে বাইরে বেরোতে হবে।ক্যান্সার আক্রান্তরা যাতে এই মারণব্যাধী জয় করতে পারে এবং সমাজের মূল স্রোতে ফিরতে পারে তার জন্য কিছু করতে হবে। তাই বেশ কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সাইকেল অভিযান শুরু করি।"
advertisement
ব্রিটিশ যুবকের এই মহান কাজকে সামনে রেখে সাইকেল অভিযানের সূচনা করা হয় শুধুমাত্র ক্যান্সার সচেতনতার জন্য। নিউটনের তিনটি ক্যান্সার হাসপাতালের প্রখ্যাত চিকিৎসকরা ছাড়া ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (North 24 Parganas News)। ব্রিটিশ সাইকেলিস্ট লিউক গ্রেনফেল শ বলেন, "২০১৮ সালে সাইবেরিয়াতে যখন আমি ইংরেজি পড়াতাম তখন আমার ঘাড়ের ওপর একটি ফোঁড়ার মতো ঢিবি হচ্ছিল এবং ধীরে ধীরে গোটা শরীরে ব্যথা বাড়ছিল। প্রথম দিকে ভেবেছিলাম পেশীর কোন ব্যথা। পরে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারলাম শরীরে মারণব্যাধি ক্যান্সার বাসা বেধেছে। যখন আমার ক্যান্সার ধরা পরল তখন সেটি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ছিল। সেই ব্যাধি সেরে উঠে নতুন জীবন যাপন করা ছিল প্রচণ্ড চ্যালেঞ্জিং। যখন হাসপাতালের বেডে শুয়ে থাকতাম ভাবতাম আমি আর কোনদিন হাঁটতে চলতে পারব না। আমার লিভারটা পুরোপুরি সংক্রমিত হয়ে গেছিল ক্যান্সারে। তখন আমার বাবা, আমার চিকিৎসক আমাকে বোঝাতেন, তুমি যতদিন বাঁচবে জীবনটাকে উপভোগ করে বাঁচো। আমি সাঁতার কাটতে ভালবাসি, ভালোবাসি সাইকেল চালাতে। ঠিক করলাম সাইকেল চালিয়ে গোটা বিশ্ব ঘুরে দেখব এবং ক্যান্সার আক্রান্ত ছোটদের জন্য ত্রাণ সংগ্রহ করবো।"
ইতিমধ্যেই বহু ক্যান্সার আক্রান্ত যুবক-যুবতী লিউক গ্রেনফেল শ সাইকেলের দ্বিতীয় সিটে সওয়ারী হয়েছেন। দু হাজারের বেশি মানুষ তাঁর এই স্বপ্ন পূরণের জন্য আর্থিক সাহায্য করেছেন। গোলাপি ও নীল রঙয়ের যে বাইসাইকেল নিয়ে গোটা বিশ্ব ঘুরছেন সেই সাইকেলের নাম দেওয়া হয়েছে কৃষ। তার মৃত ভাই জন ক্রিস্টোফার গ্রেনফেল শ এর নামকরণে। ইতিমধ্যেই ২৮ টি দেশের কুড়ি হাজার কিলোমিটার পথ সাইকেলিং করেছেন এই যুবক। কলকাতা থেকে বাংলাদেশের পথে পাড়ি দেবেন লিউক গ্রেনফেল শ।
Rudra Narayan Roy