TRENDING:

North 24 Parganas News: লোকনাথ ভক্তদের জন্য রাস্তার পাশের জলছত্রে এলাহী আয়োজন

Last Updated:

লোকনাথ ভক্তদের কচুয়া ধাম যাত্রা ঘিরে এলাহী আয়োজন, রাস্তার পাশের জলছত্রে সাজানো থাকল মুখরোচক নানান নিরামিষ পদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জন্মাষ্টমী উপলক্ষে জেলায় উৎসবের মেজাজ। পাশাপাশি বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে লাখো ভক্তের সমাগম ঘটেছে কচুয়া ধামে। মঙ্গলবার রাতে রাস্তায় নামল হাজার হাজার ভক্তের ভিড়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের এই ভিড়। এক সময় রীতিমতো স্তব্ধ হয়ে যায় যশোর রোড ও ৩৪ এবং ৩৫ নম্বর জাতীয় সড়ক। কচুয়া ধামে যাওয়ার প্রধান রাস্তা টাকি রোডও স্তব্ধ হয়ে পড়ে।
advertisement

আরও পড়ুন: ১০০ মেধাবী উচ্চমাধ্যমিক পাশ ছাত্রীকে স্কুটি দেবে সরকার, শিক্ষক দিবসে ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

অবশ্য এই ভিড় মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। এর জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। ফলে যানজটের সৃষ্টি হলেও তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে লোকনাথ ভক্তদের জন্য রাস্তায় দু’পাশে জলছত্র খোলা হয় বহু জায়গায়। সেখানে ছিল এলাহী আয়োজন। জল, শরবত থেকে শুরু করে লজেন্স, লাড্ডু, খিচুড়ি, লুচি, আলুরদম, পায়েস প্রস্তুত ছিল লোকনাথ ভক্তদের রসনা তৃপ্তির জন্য।

advertisement

View More

দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসা বিভিন্ন বয়সের শিশু, মহিলা, পুরুষ ও বৃদ্ধদেরও দেখা যায় এদিনের চাকলা ও কচুয়া ধামযাত্রায়। মধ্যমগ্রাম, সোদপুর রোড, ডাকবাংলো মোড়, চাঁপাডালি মোড়ে রাত যত বেড়েছে তত বেড়েছে মানুষের ঢল। রাস্তা আলোকিত করা হয় বিভিন্ন সংস্থার তরফ থেকে। বহু লোকনাথ ভক্তের পা ধুইয়ে দিয়ে সেবা করতে দেখা যায় অনেককে। পাশাপাশি এদিন গঙ্গা থেকে জল তুলে কাঁধে বাঁক নিয়েও বহু ভক্তদের দেখা যায় পায়ে হেঁটে চাকলা ধামের উদ্দেশ্যে যেতে। কেউ বাইক, আবার কেউ সাইকেল করেও কচুয়া পৌঁছন। লোকনাথ ভক্তদের এই পুণ্য তীর্থযাত্রায় একাংশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ডিজে বাজিয়ে ভক্তদের একাংশ উদ্দাম নাচতে নাচতে কচুয়া পৌঁছন। জল ঢেলে, পুজো দিয়ে বুধবার সকালে আবার নিজ নিজ ঠিকানায় ফিরবেন ভক্তরা। তাই মঙ্গলবার যেমন জেলা সদর শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ভক্তদের ভিড়ে ঠাসা ছিল, বুধবার ট্রেন-বাসে একই পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলকাতার যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলাচ্ছেন 'এইসব' ফল
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: লোকনাথ ভক্তদের জন্য রাস্তার পাশের জলছত্রে এলাহী আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল