নস্টালজিক সেই লাল বেলুন ভুলে ডিজিটাল বেলুনের দিকেই ঝুঁকছে সকলে। বারাসতের কালীপুজোয় এই ধরনের বেলুন বিক্রি বেশ নজর কাড়ল। পুজো বা মেলা বিভিন্ন জায়গায় এখন স্বচ্ছ ট্রান্সপারেন্ট বেলুনের রমরমা।
আরও পড়ুন: “কি নেই এখানে” অবশেষে মিটলো পোস্টার কৌতূহল, ঢল নামলো মানুষের
টিপ টিপ জোনাকির মতো আলো জ্বলা বেলুন দেখলেই শিশু থেকে মহিলারা অনেকেই দৌড়ে আসছেন কিনতে। কেউ কেউ আবার সেলফি বা গ্রুফিও তুলছে এই বেলুন নিয়ে। আসলে এটা হল ডিজিটাল ইলেকট্রিক বেলুন।
advertisement
মনে হতে পারে বেলুনের মধ্যে কিভাবে জ্বলছে আলো! বিক্রেতা জানান, কলকাতা থেকে নিয়ে আসা হয় রবার জাতীয় প্লাস্টিকের এই বেলুন। তারপর এটি ফুলিয়ে সুক্ষ সরু তার জড়ানো হয় গোল করে, যার মধ্যেই থাকে আলো। বেলুন গুলি ধরার জন্য থাকে প্লাস্টিকের হাতল। আর সেই স্টিকের মধ্যে রাখা ব্যাটারির সাহায্যেই তারের মধ্যে দিয়ে আলো জ্বলে ওঠে জোনাকির মতো। খালি চোখে এই বেলুন দেখলে মনে হয় যেন আলো জ্বলছে বেলুনের ভেতরে। আর এই আকর্ষণীয় আলো জ্বলা এই বেলুনের চাহিদা বাড়ছে।
বিক্রেতা জানান, কলকাতা থেকে এই বেলুন কিনে নিয়ে আসেন ৬০ টাকা দিয়ে। তারপর ১০ টাকা খরচ হয় আলো বসাতে। সবমিলিয়ে আলো জ্বলা বেলুনে খরচ ৭০ টাকা। আর এগুলির এক একটির বিক্রি হয় ১০০ টাকা নুনতম। বারাসত বা কলকাতা সর্বত্রই মেলায় বা পুজোয় সুপারহিট এই আলো জ্বলা ডিজিটাল বেলুন।
Rudra Nrayan Roy