হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, যোগেশগঞ্জ পঞ্চায়েতের পাটগোরা গ্রামে রায়মঙ্গল নদীতে ২৮০ ফুঁট কংক্রিটের বাঁধ তৈরির জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে। এখানে নদীর পাড়ে ১০ টি পরিবার বসবাস করে। তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে বলে বিধায়ক জানান। পাকা বাঁধের কাজ বর্ষার আগেই শুরু হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
আরও পড়ুন: বিপজ্জনক জেটিঘাট দিয়েই নৌ পারাপার চলছে তিন জেলার মধ্যে
প্রতিনিধি দলের এই সফরের পর সুন্দরবন এলাকায় যে সব দুর্বল নদী বাঁধ আছে সেগুলো যাতে দ্রুত সংস্কার করা হয় তার জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮০ ফুট রায়মঙ্গল নদীর বাঁধ পাকা হলে বিশেষ করে দক্ষিণ পাট ঘরা, যোগেশগঞ্জ সরদারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের ঘরবাড়ি, চাষের জমি নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জুলফিকার মোল্লা