আরও পড়ুন: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, জলে দুই দুষ্কৃতী
এর আগে পুরুলিয়ায় ভোট গণনার দু’দিন পর গোছা গোছা ব্যালাট পেপার উদ্ধার হয়। সেখানেও বেশিরভাগ ব্যালাটেই বিরোধীদলের প্রতীকে ছাপ দেওয়া ছিল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের পাটলিখানপুর এলাকায় মৎস্যজীবীর জালে মাছের বদলে ওঠে গোছা গোছা ব্যালট পেপার। সেই একই জেলার বাদুড়িয়ায় দিলীপ মেমোরিয়াল হাই স্কুলের পাশ থেকে উদ্ধার হল পঞ্চায়েতের ছাপমারা ব্যালট পেপার। এই ঘটনার পরই সিপিএম, কংগ্রেস ও বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিরোধীদের ব্যালট পেপার ফেলে দিয়ে গণনায় কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল।
advertisement
বাদুড়িয়ার দিলীপ মেমোরিয়াল হাইস্কুলে গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হয়েছিল। সেই স্কুলেরই পিছন থেকে মঙ্গলবার উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্যালট পেপার। স্থানীয় বাসিন্দাদের নজরে প্রথম বিষয়টি পড়ে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ব্যালাট পেপার উদ্ধারের খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ওখানে কী করে ভোটের ব্যালট পেপার এল তা খতিয়ে দেখছে প্রশাসন।
জুলফিকার মোল্লা