শ্যামলী যাত্রী পরিবহণ সংস্থার সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে এই যাত্রিবাহী বাস যাতায়াত করবে । কলকাতা-ঢাকার মধ্যে যাত্রিবাহী বাস চালু করার অনুমতি পাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহায়তায় সৌহার্দ্য নামের এই বাস পরিষেবা আবারও চালু করা হয় । প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে । আবার ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার রওনা দেবে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে ।
advertisement
আরও পড়ুন : সংসার চালাতে মাঠে খেতমজুরি, কাজের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছেন এই পঞ্চায়েত প্রধান
Karunamoyee BusStand:
https://maps.app.goo.gl/GGxHTDUkFG9zRtZj8
কলকাতা-ঢাকার বাসভাড়া থাকছে ১ হাজার ৪০০ টাকাই । ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও । এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায় । আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চারটের সময় । কলকাতা-আগরতলার ভাড়াও আগের মতোই ১ হাজার ৮০০ টাকাই থাকছে ।
আরও পড়ুন : মা আসছেন, অতিমারি কাটিয়ে কুমোরপাড়ায় সাজো সাজো রবে ফের মূর্তি তৈরির প্রস্তুতি
আরও পড়ুন : মা-ছেলের তৈরি প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অসংখ্য যুবক যুবতী
কলকাতা থেকে তিন দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশের বিআরটিসি । উভয় পরিবহণ সংস্থাই রবিবার বন্ধ রাখবে এই বাস পরিষেবা । বাংলাদেশের যাত্রী রুবিন মণ্ডল বলেন, ‘‘ এই বাস পরিষেবা বন্ধ থাকায় প্রচুর সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের ।’’
( Rudra Narayan Roy)