East Bardhaman News: সংসার চালাতে মাঠে খেতমজুরি, কাজের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছেন এই পঞ্চায়েত প্রধান

Last Updated:

East Bardhaman News: পঞ্চায়েত প্রধান হিসাবে পাওয়া টাকা দিয়ে আরও পড়াশুনা করে স্নাতক হওয়ার । স্নাতক হয়ে একটা সরকারি চাকরি জোগাড় করে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ঝুমা কোড়া অবিচল ।

+
পঞ্চায়েত

পঞ্চায়েত প্রধান ঝুমা কোড়া 

পূর্ব বর্ধমান: এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হলেন পূর্ব বর্ধমানের মেমারী এক নং ব্লকের দলুইবাজার দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কোড়া । ঝুমাদেবী স্বপ্ন দেখেন, পঞ্চায়েত প্রধান হিসাবে পাওয়া টাকা দিয়ে আরও পড়াশুনা করে স্নাতক হওয়ার । স্নাতক হয়ে একটা সরকারি চাকরি জোগাড় করে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ঝুমা কোড়া অবিচল ।
মেমারীর দুলুইবাজার (দুই) পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম চোঁয়াডাঙার ছয় নং সংসদের আদিবাসী প্রধান অঞ্চলের বাসিন্দা ঝুমা কোড়া। তাঁর স্বামী সঞ্জয় কোড়া চাষের মরশুমে পরিবারের দেড় বিঘা জমি ও অন্যের কাছ থেকে ভাগে নেওয়া ২-৩ বিঘা জমি চাষ করেন । চাষের মরশুম বাদে অন্য সময়ে সঞ্জয় বাবু বালি খাদানে শ্রমিকের কাজ করেন । স্বামী, শশুর, শাশুড়ি এবং দুই সন্তানকে নিয়ে সংসার ঝুমার । কোনও রকমে কষ্ট করেই কোড়া পরিবারের সকলে দিন গুজরান করেন ।
advertisement
স্কুলজীবনেই ঝুমার মনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতৃভক্তি ও সংগ্রামের বিষয়টি দাগ কাটে । তার পর থেকে মনেপ্রাণে তাঁর ভক্ত হয়ে ওঠেন ও তৃণমূলের হয়ে কাজ করা শুরু করেন ।
advertisement
আরও পড়ুন :  মা আসছেন, অতিমারি কাটিয়ে কুমোরপাড়ায় সাজো সাজো রবে ফের মূর্তি তৈরির প্রস্তুতি
নবম শ্রেণিতে পড়ার সময়ই ঝুমার সঙ্গে গ্রামেরই যুবক সঞ্জয়ের বিয়ে হয় । তার পর নিজের সংসারের হাল ধরার জন্য তিনিও খেতমজুরির কাজ শুরু করেন । আর তাঁর স্বামী বালি খাদানে শ্রমিকের কাজ করা শুরূ করেন । সংসারে অভাব থাকায় বিয়ের পর তিনি আর পড়াশুনা চালিয়ে যেতে পারেননি । এরই মধ্যে রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটে । তাঁর প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন । বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম পঞ্চায়েত নির্বাচনে তাঁদের এলাকার তৃণমূল কংগ্রেস নেতা উত্তম ঘোষ তাঁকে গ্রামের প্রার্থী মনোনীত করেন । ভোটে জিতে তিনি সাধারণ সদস্য হন।
advertisement
আরও পড়ুন : মা-ছেলের তৈরি প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অসংখ্য যুবক যুবতী
পরের পঞ্চায়েত ভোটে গ্রামের ৬ নম্বর সংসদের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন । দলীয় নেতৃত্ব তাঁকে দুলুইবাজার (২) গ্রাম পঞ্চায়েত প্রধান পদে মনোনীত করেন । তার পর থেকেই সামলাচ্ছেন পঞ্চায়েত প্রধানের দায়িত্ব ।
advertisement
আরও পড়ুন :  চোখে ঘুম এলেই গলায় শুকনো কাশি? সহজ ঘরোয়া টোটকা আপনার জন্য
অন্যদিকে সংসার চালাতে তিনি কাজ করেন খেতমজুরের । একইসঙ্গে পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি । স্নাতক পাস করে সরকারি চাকরির করার ইচ্ছে রয়েছে ঝুমার । রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনা করে ২০২১ সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন । এখন উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন । প্রত্যেক সপ্তাহের শনি ও রবিবার ক্লাস করতে যান । উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্নাতক স্তরের পরীক্ষা দিয়েও তিনি উত্তীর্ণ হতে চান ।
advertisement
ঝুমা কোড়া জানান, পঞ্চায়েত প্রধান হয়েও লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বামীকে চাষের কাজে সর্বতোভাবে সহযোগিতা করেন। খেতমজুরির কাজেও তাঁর অনীহা নেই।
(Malobika Biswas)
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সংসার চালাতে মাঠে খেতমজুরি, কাজের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছেন এই পঞ্চায়েত প্রধান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement