আরও পড়ুন: আইডি কার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বালুরঘাট কলেজে
জামাইষষ্ঠীর দিন এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে শেষ পর্যন্ত পথ অবরোধ করলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর হিজলিয়া এলাকার শ্বশুর-শাশুড়িরা। বৃহস্পতিবার জামাইষষ্ঠী আর ওই দিনই কিনা সকাল থেকে গোটা গ্রাম বিদ্যুৎহীন! গত ১৫ দিন ধরেই এমন দুর্ভোগের মুখে পড়ছে এই এলাকার মানুষ। ফলে ক্ষোম আগে থেকেই ছিল। কিন্তু জামাইষষ্ঠীর দিনও একই ঘটনা ঘটায় সেই ক্ষোভের কার্যত বিস্ফোরণ ঘটল। রাগে নৈহাটি রোডের উপর হিজলিয়া মোড়ে গ্রামবাসীরা বড় বড় জলের পাইপ ফেলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
advertisement
এই এলাকায় কয়েকটি সেলাই কারখানা আছে। কিন্তু গত দু’সপ্তাহ ধরে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে কার্যত বন্ধ হয়ে পড়ে আছে কারখানাগুলো। ফলে এলাকাবাসীর রুটি রুজিতে টান পড়ছে। সেই ক্ষোভ এবং একইসঙ্গে জামাইষষ্ঠীতে জামাইদের কাছে মুখ পোড়ার রাগে এই পথ অবরোধের ধাক্কায় বিপাকে পড়েন বহু পথচারী। খবর পেয়ে ছুটে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ থাকার কারণে চরম বিপাকে পড়েন ষষ্ঠী খেতে যাওয়া জামাইরাও। বহু সময় পরে পুলিশের বোঝানোয় কাজ হয়, অবরোধ তুলে নেওয়া হয়। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। আপাতত জামাইদের স্বস্তি দিতে শাশুড়িদেরই দেখা গেল অবরোধ তুলে বাড়িতে ফিরে গিয়ে হাতপাখায় হাওয়া করতে।
রুদ্রনারায়ণ রায়