ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এতদিন ডলারে চলত আমদানি রফতানির কাজ। এমনকী, ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে আসলে টাকা কনভার্ট করা হতো ডলারের রেট অনুযায়ী। ফলে বাংলাদেশ থেকে যারা ভারতে ঘুরতে আসতেন বা প্রয়োজনে আসতেন, এমনকি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও টাকার পরিমাণ অনেকটাই কমে যেত ফলে সমস্যায় পড়তে হতো বাংলাদেশ থেকে আসা মানুষদের। তবে এবার আন্তর্জাতিক বাণিজ্য-সহ দু’দেশের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রুপিতে আমদানি রফতানি করার সিদ্ধান্ত নিল দু’দেশের সরকার।
advertisement
আরও পড়ুন– প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ ! বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও, জেনে নিন আবহাওয়ার আপডেট
ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আগের থেকে অনেকটাই ভাল হয়েছে ৷ আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকার উভয় পক্ষের আলোচনায় স্থির হয় ডলারের পাশাপাশি এখন থেকে রুপিতেও চলবে আমদানি এবং রফতানির কাজ। আর সেক্ষেত্রে প্রাথমিকভাবে বাংলাদেশর সোনালী ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এবং ভারতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে এই লেনদেন হবে বলে জানা গিয়েছে। এই রুপির ব্যবহার চালু হলে সেক্ষেত্রে লাভবান হবেন দু’দেশের মানুষই। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজার মন্দা হয়ে পড়ায় বাংলাদেশেও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। সে ক্ষেত্রে ডলার ব্যবহারের ক্ষেত্রেও তৈরি হয় সমস্যা। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই জায়গা থেকে ডলারের পাশাপাশি রুপিতে লেনদেন হলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন দু’দেশের যাত্রীরা।
এদিন ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বহু যাত্রী এই বিষয়টিকে সাধুবাদ জানান। চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশুনা এমনকি ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে ভারতে যেমন বহু মানুষকে আসতে হয় তেমনি ভারত থেকেও বহু মানুষ ভ্রমণে বাংলাদেশ যান প্রতি বছর। সে ক্ষেত্রে টাকা পরিবর্তনের যে সমস্যার সম্মুখীন হতে হতো এতদিন তা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন দু’দেশের মানুষই।
Rudra Narayan Roy