আরও পড়ুন: রাতারাতি ভোল বদল, ফের সেজে উঠছে আদি গঙ্গার পাড়
ইতিহাসের পাতা উল্টে জানা যায়, ১৯৪৭ সালের ১৭ অগস্ট মধ্যরাতে বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকার ভারতভুক্তির ঘোষণা হয়। তার পরের দিন অর্থাৎ ১৮ অগস্ট বনগাঁ প্রশাসনিক ভবনে প্রথম ভারতের জাতীয় পতাকা ওঠে। সেই থেকে এখনও এখানে ১৮ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। ইতিহাসকে মনে রাখতেই তাঁদের এমন উদ্যোগ।
advertisement
তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১২ অগস্ট ঘোষণা করেছিলেন ভারতকে ১৫ অগস্ট স্বাধীনতা দেওয়া হবে। ব্রিটিশ আধিকারিক সাইরিন ব়্যাডক্লিফের তৈরি মানচিত্রের ভিত্তিতে দেশ ভাগ হয়। তাতে বাংলার কিছু অংশ বিতর্কিত হিসেবে থেকে গিয়েছিল। বিশেষত উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহের হিন্দু প্রধান এলাকা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করা হয় জাতীয় নেতাদের পক্ষ থেকে। শেষমেষ দ্বিতীয়বার মাউন্টব্যাটেন নতুন করে মানচিত্র তৈরির পরামর্শ দেন। তিনি স্পষ্ট জানান, হিন্দু সম্প্রদায় মানুষদের ভারতের অংশ হিসেবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে হবে।
এই দ্বিতীয়বার ভারত বিভাজনের মানচিত্র তৈরির কাজ শেষ হয় ১৭ অগস্ট মধ্যরাতে। এরফলে বিতর্কিত এলাকাগুলি দেশের মূল স্বাধীনতার তিনদিন পর ভারতের অন্তর্ভুক্ত হয়। তাই ১৮ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন হয় ওইসব এলাকায়। সেই স্মৃতি মনে রেখে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে স্বাধীনতা দিবস পালিত হল। আইনজীবীরা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন।
রুদ্রনারায়ণ রায়