আর তাই এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন কৃষকরা। এবছরও কৃষকরা আশা করে ছিলেন, কালীপুজোর সময় জবা ফুলের দাম বাড়বে। এবছর দূর্গা পূজার সময় এক হাজার জবা ফুলের কুঁড়ি ৮০০ টাকা পর্যন্ত দাম পেয়েছেন কৃষকরা। কালী পুজোর সময় আরও বেশি দাম উঠবে বলেও আশা করেছিলেন কৃষকেরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তেমনভাবে কৃষকদের লাভ না হলেও, আখেরে লাভবান হলেন ফুল ব্যবসায়ীরা। দুর্যোগের কারণে কম টাকায় কৃষকেরা ফুল বিক্রি করলেও, কালীপুজোর দিন ব্যবসায়ীরা ফুল বিক্রি করে দেন অনেকটাই লাভে।
advertisement
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির
জবা ফুলের মালার দাম কোথাও ৪০০ কোথাও ৫০০ শেষ মুহূর্তে সাড়ে ৬০০ অব্দি বিক্রি হল জেলার বিভিন্ন জায়গায়। আর তা দেখে জবা চাষিরা হতাশ হলেও লাভবান হলেন ফুল ব্যবসায়ীরা। কালী পূজো উপলক্ষে জবার মালা কিনতে ভিড় দেখা যায় বিভিন্ন ফুলের দোকান গুলিতে। চাহিদা বেশি থাকায় দামও বাড়িয়ে দেন বিক্রেতারা। লাইন দিয়ে ফুল কিনতে দেখা যায় বহু মানুষকে। নৈহাটি বারাসাত সহ জেলার বিভিন্ন প্রান্তে ১০৮ টি জবার মালা তাই বিক্রি হল চড়া দামে।
Rudra Narayan Roy