TRENDING:

Woman's Day: লক্ষ্মীর হাতের ছোঁয়ায় প্রাণ পায় অকেজো বাইক থেকে স্কুটি! সুন্দরবনের গৃহবধূর অবাক করা গল্প

Last Updated:

মোটরবাইক সারাই করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের গৃহবধূ লক্ষ্মী বৈদ্য। হাসনাবাদ-লেবুখালি রোড ধরে সুন্দরবন লাগোয়া স্বরূপকাঠিতে পৌঁছালে দেখা মিলবে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মোটরবাইক সারাই করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের গৃহবধূ লক্ষ্মী বৈদ্য। হাসনাবাদ-লেবুখালি রোড ধরে সুন্দরবন লাগোয়া স্বরূপকাঠিতে পৌঁছালে দেখা মিলবে তাঁর। ছোট থেকেই নদীর স্রোত ও গতিবিধি দেখতে অভ্যস্ত সুন্দরবনের লক্ষ্মী। সে এখন বাইক কিংবা সাইকেলের গতি নির্ণয়ের কারিগর।
advertisement

জন্ম থেকে তাঁর লড়াই শুরু। বিয়ের পর তিন সন্তানের মা হন তিনি। কিন্তু স্বামীর আয় খুব কম ছিল। তাই তিনি ঘরে বসে না থেকে মোটর বাইক সারাই করে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেন তিনি।

আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন থেকে টানা ৩ দিন বিরাট উৎসব তারাপীঠে! ভিড় জমাবেন হাজার হাজার ভক্ত

advertisement

যে হাতে ঘর সামলান, সেই হাত দিয়েই দিনভর ঘুরিয়ে চলেন সাইকেল, বাইক, ভ্যান রিক্সার চাকা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। মোটরবাইক মেকানিক এর কাজ শিখে ব্যবসা শুরু করেছিলেন। নিজে পড়াশোনা না জানলেও এখন ছেলেকে স্কুলে ভর্তি করেছেন।

View More

আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে

advertisement

লক্ষ্মী ছোট থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় চোখের সামনে দেখেছেন। আর দেখেছেন সংসারের অভাব অনটন। তবে কোনও প্রতিকূলতার সঙ্গে কীভাবে লড়তে হয় তা তিনি ভালই জানেন। তিনি কখনও দমে যাননি বরং হাতুড়ি ও লোহার মায়াজালে হাত শক্ত করে সংসারের হাল ধরেছেন। সব মিলিয়ে প্রত্যন্ত এলাকার লক্ষ্মীই যেন মহিলাদের সংগ্রামের পথ দেখাচ্ছেন।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Woman's Day: লক্ষ্মীর হাতের ছোঁয়ায় প্রাণ পায় অকেজো বাইক থেকে স্কুটি! সুন্দরবনের গৃহবধূর অবাক করা গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল