জন্ম থেকে তাঁর লড়াই শুরু। বিয়ের পর তিন সন্তানের মা হন তিনি। কিন্তু স্বামীর আয় খুব কম ছিল। তাই তিনি ঘরে বসে না থেকে মোটর বাইক সারাই করে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেন তিনি।
আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন থেকে টানা ৩ দিন বিরাট উৎসব তারাপীঠে! ভিড় জমাবেন হাজার হাজার ভক্ত
advertisement
যে হাতে ঘর সামলান, সেই হাত দিয়েই দিনভর ঘুরিয়ে চলেন সাইকেল, বাইক, ভ্যান রিক্সার চাকা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। মোটরবাইক মেকানিক এর কাজ শিখে ব্যবসা শুরু করেছিলেন। নিজে পড়াশোনা না জানলেও এখন ছেলেকে স্কুলে ভর্তি করেছেন।
আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে
লক্ষ্মী ছোট থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় চোখের সামনে দেখেছেন। আর দেখেছেন সংসারের অভাব অনটন। তবে কোনও প্রতিকূলতার সঙ্গে কীভাবে লড়তে হয় তা তিনি ভালই জানেন। তিনি কখনও দমে যাননি বরং হাতুড়ি ও লোহার মায়াজালে হাত শক্ত করে সংসারের হাল ধরেছেন। সব মিলিয়ে প্রত্যন্ত এলাকার লক্ষ্মীই যেন মহিলাদের সংগ্রামের পথ দেখাচ্ছেন।
জুলফিকার মোল্যা