স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর রাতে হঠাৎই ধোঁয়ার সঙ্গে আগুনের হালকা দেখতে পাওয়া যায় এলাকার গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান এর বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক আসবাবপত্র।
এই ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন, তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
আরও পড়ুন ঃ চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছতেই ফ্রি হয়ে গেল ফুচকা! বিনামূল্যে খান যত খুশি! ভাইরাল
advertisement
তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় মোটরবাইক, ফ্রিজ, থেকে শুরু করে বীমা সংস্থার কাগজ সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। মোস্তাফিজুর রহমান পেশায় গ্ৰাম্য চিকিৎসক ও একটি বীমা সংস্থার এজেন্ট। কয়েক দিন আগে তারা দিঘাতে বেড়াতে গেছেন।
এদিন বাড়িতে এদিন কেউ ছিলেন না, তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। মোস্তাফিজুর এর মা,বাবা ও ভাই এর স্ত্রীর অভিযোগ, কে বা কারা রাতের অন্ধকারে রাতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ।
জুলফিকার মোল্যা