Chandrayaan 3: চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছতেই ফ্রি হয়ে গেল ফুচকা! বিনামূল্যে খান যত খুশি! ভাইরাল

Last Updated:

Chandrayaan 3: চাঁদে পৌঁছনোর খুশিতে এবার ফুচকা ফ্রি! যত খুশি খান! টাকা লাগবে না!

+
title=

উত্তর ২৪ পরগনা: ব্যস্ততম ব্যারাকপুর স্টেশন চত্বরে সন্ধ্যে নামার আগেই বিনামূল্যের ফুচকা খেতে উপচে পড়ল ভিড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, করা হয় ফুচকা বিতরণ। কিন্তু কেন কি কারণে এই ফুচকা বিতরণের আয়োজন তা জানলে অবশ্য কিছুটা অবাকই হবেন। কথা দিয়েছিলেন, তাই কথা রাখতেই এদিন বিনামূল্যে ফুচকা বিতরণের ঘোষণা খোদ ফুচকা বিক্রেতারই। আর তাই ফ্রি তে ফুচকা খেতে বিকেল থেকেই ব্যারাকপুর স্টেশন চত্বরে ভিড় জমে কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া, যুবক, যুবতী সহ সব বয়সের মানুষদের। বিনা পয়সার ফুচকা খেতে ছাড়লেন না নিত্য,যাত্রীরাও। স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই দেখা গেল দাঁড়িয়ে ফুচকা মুখে পুরে তবে গন্তব্যে পৌঁছতে।
জানা গিয়েছে, চাঁদের মাটিতে ভারতের সাফল্যকে উদযাপন করার জন্য এদিনের এই বিনা মূল্যের ফুচকা বিতরণ। যদিও, ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ আগেই জানিয়েছিলেন, চন্দ্রযান তিন সফল ভাবে চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়াতে পারলেই বিনা পয়সায় ফুচকা খাওয়াবেন পবন। তার সেই প্রতিশ্রুতি সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়ে যায় ভাইরাল।
আরও পড়ুন: 
advertisement
advertisement
আরও পড়ুন:  এই জলে ডুব দিলেই সন্তান-লাভ! রোগ মুক্তি! কেদার ভুড়ভুড়ি-তে ভক্তদের ভিড়! অলৌকিক ঘটনা
আর তাই দেশের সাফল্যকে তুলে ধরতে পাশাপাশি ভারতের এই জয়ের আনন্দকে ভাগ করে নিতেই ক্রেতাদের বিনা মূল্যে ফুচকা খাওয়ালেন, পেশায় ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ। শুধু ক্রেতারাই নয়, এদিন যারাই এসেছেন  সকলেই পেলেন ফ্রি তে ফুচকা। মনের সাধ মিটিয়ে ফুচকা খেলেও দিতে হল না কোনও টাকা।  ভিড় জমে যায় স্টেশন চত্বরে থাকা পবনের ফুচকার স্টলে। লাইন দিয়ে ফ্রি তে ফুচকা খেতে দেখা যায় সকলকে। ৫০০০ ফুচকা এদিন ফ্রিতে খাওয়ানো হয় বলেই জানান বিক্রেতা পবন কুমার সাউ।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrayaan 3: চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছতেই ফ্রি হয়ে গেল ফুচকা! বিনামূল্যে খান যত খুশি! ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement