গুরুত্বপূর্ণ এই রাস্তার একদিকে বিদ্যালয়, আর এক দিকে হাসপাতাল। এমনকি রাস্তার দু’ধারের ফুটপাত দখল করে দোকান ও জিনিসপত্র রাখার কারণে রাস্তার ধার দিয়ে হেঁটে চলাচল করার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় পথচারীদের। স্কুল চলাকালীন ব্যস্ত সময়ে ভারী লরি যাতায়াতের কারণে এর আগেও দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে এই এলাকায়। দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষজন অভিযোগ জানালেও প্রশাসন কর্ণপাত করেনি বলেই দাবি। আর তার জেরেই এদিন আবারও বেলঘরিয়া ফিডার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল, যার জেরে মৃত্যু হল বছর ৪০ এর এক মহিলার।
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিস আছে? কোলেস্টেরল কমিয়ে হার্ট ভাল রাখতে রান্না করুন এই তেলে
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তাঁর ডান পায়ের উপর দিয়ে চলে যায় ভারী লরিটি। মহিলাটির চিৎকারে আশপাশের দোকানদাররা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। লরিটিকেও আটক করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ এলেও, স্থানীয়দের ক্ষোভ যে অবিলম্বে এই পণ্যবাহী লরির বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। না হলে আগামী দিনে আরও বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে গুরুত্বপূর্ণ এই রাস্তায়।