স্থানীয় সূত্রে মানুষের মুখে জানা যায়, প্রায় ছিয়াশি শতক জমির উপরে আজও দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ। শীতের সময় বহু মানুষ এখানে একসময় পিকনিকের জন্য আসতেন। আজও বহু মানুষ এই রামেশ্বরপুরের বটতলায় ঘুরতে আসেন। এই বটগাছের নীচেই রয়েছে পীরের মাজার।
এলাকার যত বয়স্ক মানুষের কাছেই জানতে চাওয়া যায় এই বট গাছের গল্প বা এই বটগাছের গোড়ার কথা, সেই খবর কেউই দিতে পারেন না। তাঁরা জানান তাঁদের পূর্বপুরুষরাও গল্প করে গেছেন এবং এই গাছের মূল কাণ্ডটি কোন জায়গায় অবস্থিত, বলতে পারতেন না।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 11:57 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ancient Banyan Tree: শাখাপ্রশাখায় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হাসনাবাদের এই প্রাচীন বটবৃক্ষ