স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীপাড়া এলাকায় একটি বড় আম বাগানের ভিতর পটলের জমি রয়েছে কুতুবুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তির। তিনি সকালে জমিতে পটলের ফুলের পরাগ মিলন করতে যান আর তখনই দেখেন এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে তিনি এলাকাবাসীকে খবর দেন, ঘটনা জানাজানি হতে গ্রামবাসীরা ছুটে আসে। এবং দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনাস্থলে মদের বোতল, মহিলার রক্তমাখা জামাকাপড়, জলের বোতল, গুটখার প্যাকেট যা কিছু পরেছিল সেগুলো তদন্তের স্বার্থে দেগঙ্গা থানার পুলিশ সংগ্রহ করে নিয়ে যায়।
advertisement
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূকে রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে এসে তাকে মদ পান করানো হয় এরপর ধর্ষণ করার পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Rudra Narayan Roy