ফলে পিচ্ছিল হয়ে যাওয়ায় যানবাহন ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। নিত্যদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে অশোকনগরের বিভিন্ন জায়গায় চলছে এই পাইপ লাইন বসানোর কাজ। কিছু এলাকায় পাইপলাইন বসানোর পর করা হয়েছে রাস্তা সংস্কার। তবে এখন গুরুত্বপূর্ণ এই মোড়ে কাজ চলায় রীতিমতো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। অনেকটা ঘুরে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কিলোমিটার দৌড়!
স্থানীয় মানুষ চাইছেন কাজ হোক, তবে জনজীবনের কথাটাও ভাবুক প্রশাসন। গঙ্গার থেকে আসা পানীয় জল মিললে সমস্যার সমাধান হবে অনেকটাই। তবে এই বৃষ্টির মধ্যে এভাবে মাটি তুলে কাজ করার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। তার মধ্যে জল জমে খানা খন্দে ঘটছে বিপত্তি। যদিও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে চাননি।
আরও পড়ুনঃ নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে অভিনব ভাবনা!
জানিয়েছেন উপর মহলের নির্দেশ রয়েছে জলদি কাজ শেষ করার তাই তারা বৃষ্টির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষ যদিও সময় নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সামনেই আসছে শারদ উৎসব তার আগে এই গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দসার সংস্কার হয় কিনা এখন সেটাই দেখার।
Rudra Narayan Roy