TRENDING:

North 24 Parganas: ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার

Last Updated:

ভরা বর্ষায় চলছে গুরুত্বপূর্ণ রাস্তার উপর পাইপলাইন বসানোর কাজ। আর তার জেরেই কর্দমাত্মক পরিস্থিতি গোটা এলাকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : ভরা বর্ষায় চলছে গুরুত্বপূর্ণ রাস্তার উপর পাইপলাইন বসানোর কাজ। আর তার জেরেই কর্দমাত্মক পরিস্থিতি গোটা এলাকার। ঘটছে দুর্ঘটনা। তীব্র দাবদাহের পর অবশেষে এসেছে বর্ষা। তবে এই বর্ষার মধ্যেই চলছে গঙ্গার থেকে পানীয় জল সরবরাহের পাইপ লাইনের কাজ। অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত আট নম্বর এলাকায় গত কয়েকদিন ধরে চলছে এই কাজ। হাবড়া নৈহাটি রোডের গুরুত্বপূর্ণ সংযোগস্থল আট নম্বর কালিবাড়ী মোড়। সেখানেই গত কয়েকদিন ধরে গর্ত খুঁড়ে চলছে পাইপলাইন বসানোর কাজ, পাশাপাশি নিকাশি নালারও সংস্কার করা হচ্ছে ওই এলাকায়। ফলে তোলা হয়েছে মাটি। বৃষ্টির ফলে সেই মাটি ছড়িয়ে পড়েছে গোটা এলাকা।
advertisement

 

 

ফলে পিচ্ছিল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। নিত্যদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে অশোকনগরের বিভিন্ন জায়গায় চলছে এই পাইপ লাইন বসানোর কাজ। কিছু এলাকায় পাইপলাইন বসানোর পর করা হয়েছে রাস্তা সংস্কার। তবে এখন গুরুত্বপূর্ণ এই মোড়ে কাজ চলায় রীতিমতো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। অনেকটা ঘুরে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের।

advertisement

View More

আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কিলোমিটার দৌড়!

 

 

স্থানীয় মানুষ চাইছেন কাজ হোক, তবে জনজীবনের কথাটাও ভাবুক প্রশাসন। গঙ্গার থেকে আসা পানীয় জল মিললে সমস্যার সমাধান হবে অনেকটাই। তবে এই বৃষ্টির মধ্যে এভাবে মাটি তুলে কাজ করার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। তার মধ্যে জল জমে খানা খন্দে ঘটছে বিপত্তি। যদিও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে চাননি।

advertisement

আরও পড়ুনঃ নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে অভিনব ভাবনা!

 

 

জানিয়েছেন উপর মহলের নির্দেশ রয়েছে জলদি কাজ শেষ করার তাই তারা বৃষ্টির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষ যদিও সময় নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সামনেই আসছে শারদ উৎসব তার আগে এই গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দসার সংস্কার হয় কিনা এখন সেটাই দেখার।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল