আরও পড়ুন: পুলিশ দেখেই দৌড়! তবে শেষ রক্ষা হল না, জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই বছর কেরলে বর্ষা ঢুকতে দেরি করছে। তারই প্রভাব এসে পড়েছে বাংলায়। একফোঁটা বৃষ্টির দেখা নেই। নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে রাস্তায় বের হওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কিন্তু পেশাগত দায়বদ্ধতায় অনেকেই এই চরম আবহাওয়া উপেক্ষা করে বাইরে বের হচ্ছেন। সেই রকম পথচারী, পুলিশ, গাড়িচালকদের হাতে হাড়োয়া বাজারে এলাকার একদল যুবক ঠান্ডা জল, লস্যি তুলে দিচ্ছেন।
advertisement
এই গরমে বাইরে বেরোলে সবার আগে যেটা হয় কিছুক্ষণের মধ্যেই প্রবল জল তেষ্টা পায়। তাপপ্রবাহের কারণে দ্রুত শরীর জশশূন্য হয়ে ওঠে। এই অবস্থায় জাতীয় লস্যি জাতীয় পানীয় শরীরে গেলে তা দেহের জলশূন্যতা দূর করতে অনেকটাই সাহায্য করে। সেই কথা মাথায় রেখে হাড়োয়ার এই যুবকদের এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করছেন সকলে।
জুলফিকার মোল্লা