South 24 Parganas News: পুলিশ দেখেই দৌড়! তবে শেষ রক্ষা হল না, জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রহমতুল্লাহ জমাদার (৪৭) নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
দক্ষিণ ২৪ পরগনা: থমকে থাকা পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া ঘিরে যেদিন আবার আশার আলো দেখা গেল ঠিক সেই দিনই জয়নগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সশস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকেই ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রহমতুল্লাহ জমাদার (৪৭) নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার বাড়ি জয়নগরেরই চালতা বেড়িয়ায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এলাকায়। পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে। যদিও তাতে লাভ হয়নি।
advertisement
advertisement
ধৃত রহমাতুল্লাহ জমাদারকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই দুষ্কৃতী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, এই নিয়ে তার কী পরিকল্পনা ছিল সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন থাকায় কোনরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। সে রাজনৈতিক উদ্দেশ্যে নিজের কাছে অস্ত্র রেখেছিল নাকি ডাকাতি করার ছক ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুলিশ দেখেই দৌড়! তবে শেষ রক্ষা হল না, জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী








