Nadia News: পঞ্চায়েতের অঙ্ক? বিশেষভাবে সক্ষমদের সাহায্যে হাজির বিজেপির সাংসদ-বিধায়করা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শতাধিক বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল প্রদান করা হয়। বধিরদের জন্য শ্রবণ যন্ত্র, দৃষ্টিহীনদের দেওয়া হয় অত্যাধুনিক ডিজিটাল স্টিক।
নদিয়া: বিশেষভাবে সক্ষমদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল সহায়ক সরঞ্জাম। বাদকুল্লায় এক শিবিরের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের হাতে এইসব সামগ্রী তুলে দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, স্থানীয় বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়রা। আয়োজকদের দাবি, নদিয়া জেলার মধ্যে এটাই বিশেষভাবে সক্ষমদের সাহায্যের জন্য আয়োজিত সবচেয়ে বড় শিবির।
এই শিবিরে নদিয়া জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের আরও বেশ কিছু বিধায়ক উপস্থিত ছিলেন। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, অসীম বিশ্বাসরা হাজির ছিলেন এমন একটি মহৎ উদ্দেশ্যে আয়োজিত শিবিরে। শতাধিক বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল প্রদান করা হয়। বধিরদের জন্য শ্রবণ যন্ত্র, দৃষ্টিহীনদের দেওয়া হয় অত্যাধুনিক ডিজিটাল স্টিক।
advertisement
advertisement
সাংসদ জগন্নাথ সরকার এই প্রসঙ্গে বলেন, করোনা পরবর্তী সময়ে জেলায় এখনও পর্যন্ত মোট ২০০০ বিশেষভাবে সক্ষমদের সহযোগিতা করা সম্ভব হয়েছে। গোটাটাই কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় করা হচ্ছে বলে তিনি দাবি করেন। আগামী দিনে বিশেষভাবে সক্ষম শংসাপত্র ছাড়াও বয়স্ক বৃদ্ধদের ছানি অপারেশন, চশমা বিতরণ ও দাঁত বাঁধাইয়ের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ।
advertisement
প্রসঙ্গত এর আগেও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একাধিকবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়েছে। দেখা গিয়েছে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে রয়েছে। যাদের দৈনিক আয় অত্যন্ত কম। সেই কারণে তাঁরা স্বাভাবিক জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামগুলি কিনতে পারেন না বা কেনার সামর্থ্য থাকে না। তাঁদের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 4:05 PM IST