Hooghly News: কালীপুজো দেখে আর বাড়ি ফেরা হল না! শখের বাইক কেড়ে নিল প্রাণ
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মৃত সুমন মহেশপুর এলাকায় কালীপুজো দেখে মঙ্গলবার রাতে জোরে বাইক চালিয়ে বাসুদেবপুরের বাড়িতে ফিরছিলেন। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইক রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে।
হুগলি: কালীপুজো দেখে বাড়ি ফেরা হল না। বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সুমন চক্রবর্তী (৩৩) নামে এক যুবকের। আরামবাগের ডিহিবাইরায় দিঘি সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃতের বাড়ি আরামবাগেরই বাসুদেবপুর এলাকায়।
আরও পড়ুন: জলের পাইপ লাইন পাততে গিয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ডাকঘরের! মাসের শুরুতে চরম বিপাকে গ্রাহকরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সুমন মহেশপুর এলাকায় কালীপুজো দেখে মঙ্গলবার রাতে জোরে বাইক চালিয়ে বাসুদেবপুরের বাড়িতে ফিরছিলেন। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইক রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ওই যুবক রাস্তায় ছিটকে পড়েন। রাত হলেও বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। তাঁরা তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় সুমন চক্রবর্তীকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসক। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
advertisement
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। কোথা থেকে কী হয়ে গেল তাঁরা বুঝতে পারছেন না। এমনিতে মৃত সুমন দেখেশুনে সাবধানে বাইক চালাতেন বলে পরিবারের দাবি। তারপরেও কী করে এই দুর্ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। পরে ওই যুবকের মৃত্যু হলে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 3:45 PM IST










