কোন কিছু সত্যতা যাচাই না করেই সেই গুজব ছড়িয়ে পড়ায়, ভূত দেখার জন্য সন্ধ্যে নামলেই দূরদূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমাতে শুরু করেন ওই এলাকায়। এরপরই প্রশাসনের তরফ থেকেও এ ধরনের গুজব না ছড়ানোর বার্তা দেওয়া হয়। তবে এখনও বহু মানুষজন ভুতের দর্শন পেতে রাতের অন্ধকারে আসছেন বাণীপুরে।
আরও পড়ুন – Earn Money From Tennis Cricket: টাকা আয় করতে চান, লাগবে শুধু প্রতিভা, টেনিস ক্রিকেট থেকে দেদার রোজগার
advertisement
ফলে এলাকার মানুষদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে অনেকটাই। এই সমস্যা থেকে এখন কীভাবে মিলবে রেহাই, তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। কে বা কারা এ ধরনের গুজব ছড়াল সেই বিষয়ও কিছু জানা যায়নি। যদিও বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, ওই জায়গা নির্জন এলাকা হওয়ায় অসামাজিক কার্যকলাপে বাধা সৃষ্টি হতেই এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এখন স্থানীয়দের কাছে, ভূতের থেকেও বেশি উপদ্রব শুরু করেছে অতি উৎসাহী মানুষজন।
Rudra Narayan Roy