আরও পড়ুন: দিনের পর দিন জল জমে আছে রাস্তায়, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক
ছেলে-মেয়ে, নারী-পুরুষ, অল্পবয়সী থেকে বৃদ্ধ সকল ভক্তই কচুয়া ধামে হাজির হন। কচুয়ার যাওয়ার জন্য ভক্তদের একটি বড় অংশ বসিরহাট শহরের শ্মশান সংলগ্ন ইছামতি নদীর ঘাট থেকে ঘটে জল ভরেন। এরপর পায়ে হেঁটে পাড়ি দেন কচুয়ার উদ্দেশ্য। অনেকেই আবার সুসজ্জিত বাঁক বোঝাই করে জল নিয়ে যন লোকনাথ ব্রহ্মচারী বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য।
advertisement
বসিরহাট শহরে ইছামতি নদীর তীরে জল সংগ্রহ কেন্দ্র শ্মশান ঘাটের পাশে প্লাস্টিকের ঘটের পসরা নিয়ে হাজির অসংখ্য দোকানি। বছরের অন্যান্য সময় তাঁদের বেচাকেনা কম হলেও জন্মাষ্টমীর সময়টায় বিক্রি বাট্টা বাড়ে। গোটা বছরের মন্দা যেন এই কয়েকদিনে মিটে যায়। সেজন্য বছরের এই সময়ই দুটো পয়সার মুখ দেখে দোকানিরা। সব মিলিয়ে কচুয়ার লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে আসা পুন্যার্থীদের আগমনে খুশির হাওয়া ইছামতির তীরে।
জুলফিকার মোল্লা





