জানা গিয়েছে, টিউশন শেষে চার বন্ধু রবিবার কাঁকিনাড়া গঙ্গা ঘাটে স্নান করতে নামেন। নদীতে স্রোত বেশি থাকায় দুই ছাত্র তলিয়ে যান। বাকি দু’জনের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। গঙ্গার ঘাটে তল্লাশি চালিয়েও কারও খোঁজ মেলেনি।
আরও পড়ুন: রান্নার সময়ে সাপের গায়ে হাত! বিষধরের ছোবলে ঢলে পড়েন মহিলা, ওঝার তুকতাকে ভরসা রাখতে গিয়েই সব শেষ
advertisement
নিখোঁজ হওয়ার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ডুবুরি না আসায় ক্ষুব্ধ ছাত্রদের পরিবার। নিখোঁজ পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওঁরা কেউ সাঁতার জানতেন না। বাড়িতে না জানিয়েই গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন তাঁরা। দু’মাসের মধ্যে ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়ায় গঙ্গায় ডুবে বেশ কয়েকজন স্কুল ছাত্রের মৃত্যু হল। তবুও চেতনা ফেরেনি স্কুল ছাত্রদের।
আরও পড়ুন: ১৪ ঘণ্টা পেরল ট্রেন দুর্ঘটনার, এখনও ছড়িয়ে ধ্বংসাবশেষ! স্বাভাবিক হয়নি রেল পরিষেবা
বর্ষাকাল গঙ্গায় জলের স্রোত এমনিতেই বেশি থাকে। তার মধ্যে সাঁতার না জেনে গঙ্গা স্নান করতে নামলে বড় বিপদের আশঙ্কা থাকে। তা সত্ত্বেও কীভাবে এ সমস্ত স্কুল পড়ুয়ার জীবনে ঝুঁকি নিয়ে এভাবে গঙ্গা স্নান করতে যান, এটাই এখন বড় প্রশ্ন। নিখোঁজ দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। জলের তোড় না কমলে ডুবুরি নামানো সম্ভব নয় কারণ যদি দেহ ভেসে গিয়ে থাকে, তাহলে বহু দূরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবুও ভাটপাড়া থানার পুলিশ স্পিডবোর্ড দিয়ে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে। উদ্বিগ্ন পরিবার গঙ্গার পাড়ে দাঁড়িয়ে।
ARUN GHOSH