Bankura Train accident: ১৪ ঘণ্টা পেরল ট্রেন দুর্ঘটনার, এখনও ছড়িয়ে ধ্বংসাবশেষ! স্বাভাবিক হয়নি রেল পরিষেবা
- Published by:Teesta Barman
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bankura Train accident: রেলের দক্ষিণ পূর্ব শাখায় আদ্রা খড়গপুর সেকশনের বাঁকুড়ার ওন্দাগ্রামে ঘটে গিয়েছে বীভৎস রেল দুর্ঘটনা। তারপর এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি।
বাঁকুড়া: কাকভোরে ঘটে গিয়েছে ভয়ানক রেল দুর্ঘটনা। তারপর ১৪ ঘণ্টা পেরিয়ে গেল। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। রেলের দক্ষিণ পূর্ব শাখায় আদ্রা খড়গপুর সেকশনের বাঁকুড়ার ওন্দাগ্রামে ঘটে গিয়েছে বীভৎস রেল দুর্ঘটনা। তারপর এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি।
আপ লাইনের উপর থেকে রেলের ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হলেও এখনো ডাউন লাইনে পড়ে রয়েছে অনেক অংশ। বেলার দিকে আপ লাইন দিয়ে হাওড়া চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জারকে পার করানো হয়েছিল। এবার আপ লাইনে ৫:৩৫ এ অত্যন্ত ধীর গতিতে পার করানো হল ভুবনেশ্বর নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসকে।
advertisement
advertisement
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির পিছনে হোম সিগন্যাল আউটলুক করে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী মালগাড়ি থ্রু লাইন বরাবর না এগিয়ে ঢুকে পড়ে লুপ লাইনে এবং সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে। এই সংঘর্ষের ফলে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। চালক এবং অ্যাসিস্ট্যান্ট আহত হন।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আবার দুমড়েমুচড়ে যাওয়া একাধিক কামড়ার ছবি দেখে শিউরে উঠছেন মানুষ। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেললাইনে।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 9:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Train accident: ১৪ ঘণ্টা পেরল ট্রেন দুর্ঘটনার, এখনও ছড়িয়ে ধ্বংসাবশেষ! স্বাভাবিক হয়নি রেল পরিষেবা