TRENDING:

North 24 Parganas News: চলে গেলেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য, হাবড়ায় শোকের ছায়া

Last Updated:

ভোর ৩:৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগণা: হাবড়াবাসীদের প্রিয় মানুষ প্রাক্তন সিপিএম বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্যের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।  হিজলপুকুরে তাঁর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দায়িত্ব সামলেছেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে ।
advertisement

১৯৭৯ সালে প্রণব ভট্টাচার্যই ছিলেন হাবড়া পৌরসভা প্রতিষ্ঠিত বোর্ডের প্রথম উপ-পৌর প্রধান। পরবর্তী সময়ে ১৯৮৮ থেকে ৯৩ সাল পর্যন্ত হাবরার নির্বাচিত পৌরসভার প্রথম পৌর প্রধানও ছিলেন তিনিই। এর পরবর্তী সময়ে হাবড়া বিধানসভার বিধায়কের দায়িত্ব সামলেছেন ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত। পাশাপাশি তিনি ছিলেন শ্রী চৈতন্য কলেজের পদার্থবিদ্যা অধ্যাপক। শেষের দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন এই কলেজে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজের গভর্নিং বডির সদস্যও ছিলেন প্রণব কুমার ভট্টাচার্য।

advertisement

আরও পড়ুন- ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার

আরও পড়ুন- নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে অভিনব ভাবনা!

View More

ভোর ৩:৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর। এরপরই প্রণব বাবুর ইচ্ছা অনুযায়ী, দিশা প্রভা আই ব্যাংকে তাঁর চক্ষুদান করা হয়। পরিবারের তরফ থেকে জানা যায়, প্রণব কুমার ভট্টাচার্যের দেহ তুলে দেওয়া হবে এন আর এস মেডিক্যাল কলেজের হাতে। এদিন প্রণব বাবুর মৃত্যুর খবর জানার পরই দলীয় কর্মীরা ভিড় জমাতে থাকেন তাঁর বাড়িতে। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান নিলিমেশ দাসকেও দেখা যায় প্রণব বাবুকে শ্রদ্ধা নিবেদন করতে। দলীয় সূত্রে জানা যায়, তার দেহ স্থানীয় পার্টি অফিস হয়ে, পৌরসভা ঘুরে, চৈতন্য কলেজ হয়ে জেলা সিপিএম কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চলে গেলেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য, হাবড়ায় শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল