TRENDING:

North 24 Parganas News: বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতায় দুই পৃথক সীমান্ত থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি

Last Updated:

ধৃতদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন মহিলা। তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় দুই পৃথক সীমান্ত থেকে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল বিথারী সীমান্তে টহল দিচ্ছিল। সেই সময় চারজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতেই জানা যায় কাজের খোঁজে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
advertisement

আরও পড়ুন: বাড়িতে ঢুকে ২০ বছরের বধূকে ধর্ষণের চেষ্টা ৪৫ বছরের ভ্যানচালকের!

ধৃতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা। তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি ও মুম্বইতে গেলে ভালো রোজগার হবে এই কথা শুনেই তারা উত্তর ২৪ পরগনার এই সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশ করে।

advertisement

View More

অন্যদিকে স্বরূপনগরেরই হাকিমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের টহলদার বাহিনী। পরে আইন মেনে ওই মহিলাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত এই পাঁচ বাংলাদেশিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতায় দুই পৃথক সীমান্ত থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল