North 24 Parganas News: বাড়িতে ঢুকে ২০ বছরের বধূকে ধর্ষণের চেষ্টা ৪৫ বছরের ভ্যানচালকের!

Last Updated:

মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জোর করে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আবদার মোল্লা। কিন্তু বধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে সে পালিয়ে যায়।

উত্তর ২৪ পরগনা: বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে ২০ বছরের বধূকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর। শেষ পর্যন্ত ওই মহিলার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে মানুষজন ছুটে গেলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত আবদার মোল্লা (৪৫)। যদিও পড়ে তাকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ।
ধৃত আবদার মোল্লা পেশায় ভ্যানচাল। সে এবং অভিযোগকারী মহিলা দু’জনেই মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের দক্ষিণ বামনপুকুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জোর করে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আবদার মোল্লা। কিন্তু বধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে সে পালিয়ে যায়। এরপর প্রতিবেশীদের সাহায্যে ওই নির্যাতিতা বধূ মিনাখাঁ থানায় আবদার মোল্লার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভি‌যোগ দায়ের করেন।
advertisement
advertisement
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তারা মঙ্গলবার সকালে দক্ষিণ বামনপুকুর গ্রাম থেকেই আবদার মোল্লাকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার‌ই বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাড়িতে ঢুকে ২০ বছরের বধূকে ধর্ষণের চেষ্টা ৪৫ বছরের ভ্যানচালকের!
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement