TRENDING:

North 24 Parganas News: সাপের আতঙ্ক! বাড়ি থেকে বাইরে যেতে আতঙ্কে কাঁপছেন গ্রামবাসীরা

Last Updated:

দিন কয়েক আগে ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন মদন ঘোষ। সেখানেই চন্দ্রবোড়া সাপে কামড়ায় ওই ব্যক্তিকে। এরপরই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সন্ধ নামলেই আতঙ্ক গ্রাস করছে গোটা গ্রাম। দিনের আলোতেও রাস্তায় বের হতে ভয় পাচ্ছে গ্রামের মানুষ। আতঙ্কের কারণেই চাষের জমিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন চাষিরাও। অশোকনগর পুুটিয়া, ভাতছালা এলাকায় সাপের আতঙ্কে অতিষ্ঠ গ্রামবাসীরা। গত কয়েক সপ্তাহে সাপে কামড়েছে এলাকার ছয় সাত জনকে, তার মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। এরপরই এলাকা জুড়ে তৈরি হয়েছে সাপের আতঙ্ক। শুধু তাই নয় সাপ কামড়েছে এলাকার একটি বাচ্চাকেও বলে জানান স্থানীয়রা।
advertisement

জানা যায় দিন কয়েক আগে ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন মদন ঘোষ। সেখানেই চন্দ্রবোড়া সাপে কামড়ায় ওই ব্যক্তিকে। এরপরই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়৷ তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। চাষের জমির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলাকেও কামড়ায় সাপ। মৃত্যু হয় তারও। এরপর এলাকার এক শিশুকে সাপে কামড়ানোর পর থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।

advertisement

আরও পড়ুন South 24 Parganas News : মেয়েকে খুন করেছে খোদ বাবা! নরেন্দ্রপুরে চাঞ্চল্য

সন্ধে হলেই আর কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না খুব প্রয়োজন ছাড়া। পাশাপাশি সাপের আতঙ্কে চাষের জমিতে যাওয়া ও বন্ধ করে দিয়েছেন চাষীরা। বনদফতর ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনও তেমনভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেই গ্রামবাসীদের দাবি। আতঙ্কের মধ্যেই দিন গুজরান করছেন তারা। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে সাপের উপদ্রবের কথা স্বীকার করে নিয়েই জানানো হয়েছে তারা দ্রুত বনদফতরের সঙ্গে কথা বলে বিষাক্ত ওই চন্দ্রবোড়া সাপটি ধরার চেষ্টা করবেন।

advertisement

View More

আরও পড়ুন Durga Puja 2022: ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম এবারু দুর্গাপুজোর থিমে! চমক মালদহের মণ্ডপে

অশোকনগরের বিভিন্ন জায়গা থেকে বনদফতরের পক্ষ থেকে বহু বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে গত কয়েক মাসে। তারপরও আতঙ্ক কমছে না হাবরা দু'নম্বর পঞ্চায়েত সমিতির পুটিয়া এলাকায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসন তৎপর হয়েছে বলে জানান স্থানীয় বাঁশপুল পঞ্চায়েতের উপপ্রধান। চাষবাসের পাশাপাশি স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে সাপের আতঙ্কের কারণে। এখন কবে স্থানীয় মানুষ এই আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে, তারই অপেক্ষায় গোটা গ্রাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

(রুদ্র নারায়ণ রায়)

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সাপের আতঙ্ক! বাড়ি থেকে বাইরে যেতে আতঙ্কে কাঁপছেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল