আরও পড়ুন: নিউজ ১৮ বাংলার খবর দেখে ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিডিও
টানা বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসিরহাট মহকুমাজুড়ে। গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া, বসিরহাট, হাড়োয়া সহ ১০ টি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে বৃষ্টির জল ফসলের গোড়ায় দাঁড়িয়ে গেছে। যার ফলে পচন শুরু হয়েছে কাঁচা লঙ্কা, ওল, বাঁধাকপি, বরবটি সহ একাধিক ফসলের। এতে রীতিমত আতঙ্কিত কৃষকরা।
advertisement
এর ফলে চাহিদার থেকে যোগান অনেকটা কমে গিয়ে দাম বাড়ার আশঙ্কা আছে সবজির। দুর্গাপুজোর আগে এমন ঘটনায় সমস্ত জিনিসের দাম চড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষক সুভাষচন্দ্র বিশ্বাস বলেন, লঙ্কা চাষ এবার ভাল হচ্ছে না। তার উপর এই বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লঙ্কা চাষ। সব মিলিয়ে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসল পচনের ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন কৃষকরা।
জুলফিকার মোল্লা