East Bardhaman News: নিউজ ১৮ বাংলার খবর দেখে ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিডিও
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
নিউজ ১৮ বাংলার খবরের জের, ব্যবসায়ীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মঙ্গলকোটের বিডিও। খুশি ঝাঁটা ব্যবসায়ী
পূর্ব বর্ধমান: নিউজ ১৮ বাংলার খবরের জের। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি খবর আমরাই সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিলাম। আর তা দেখেই উদ্যোগী হলেন বিডিও। কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম, বিদেশ থেকে আমদানি করা কাঠি দিয়ে ঝাঁটা তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। পুজোর আগে যা বিক্রিও হচ্ছে দেদার। আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস হল ঝাঁটা বা ঝাড়ু। আমাদের রাজ্যে ঝাঁটা তৈরি হয় নারকেল কাঠি থেকে। তবে এবার বদল এসেছে ঝাঁটার উপাদানেও। পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জেলায় ঝাঁটা তৈরি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কাঠি দিয়ে।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিশেষ এক প্রকার কাঠি দিয়ে ঝাঁটা তৈরি করা হচ্ছে। বর্তমান বাজারে যার চাহিদাও ব্যাপক। স্থানীয় ভাষায় এই কাঠির নাম নিপা কাঠি। পালিশগ্রামে দীর্ঘদিন ধরে এই ঝাঁটার ব্যবসা করে আসছেন শেখ আব্দুর সামাদ। যখন আমরা ওনার তৈরি ঝাঁটার খবর করতে যাই তখন উনি আমাদের জানান যে, ব্যবসা আরও বাড়াতে চান। কিন্তু আর্থিক সহায়তা না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। ওই ব্যবসায়ী এও জানান, একাধিক বার লোনের জন্য আবেদন করেও ব্যাঙ্ক থেকে সাড়া পাননি। তাই কোনওরকমে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।
advertisement
advertisement
নিউজ ১৮ বাংলার এই খবর চোখে পড়ে মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বাড়ুইয়ের। এরপরই তিনি ব্যবসায়ী শেখ আব্দুর সামাদের সমস্যা সমাধানে উদ্যোগী হন। নিজে সরে জমিনে খতিয়ে দেখতে আসেন পালিশগ্রামের ঝাঁটা ব্যবসায়ী আব্দুর সামাদের কারখানায়। সমস্ত বিষয় নিজে ঘুড়ে খতিয়ে দেখেন। এরপর বিডিও বলেন, ব্যবসায়ীদের জন্য রাজ্য সরকারের ভবিষ্যত স্কিম আছে। সেখানে তাঁরা সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এছাড়াও উদ্যম রেজিস্ট্রশন আছে, ব্যবসার রেজিস্ট্রশন হয়ে থাকবে। নানা রকম সুযোগ সুবিধা রাজ্য সরকার দিচ্ছেন এবং গ্যারান্টার হিসাবে তাঁদের লোনের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে ওনার যদি কোনও আর্থিক সহায়তার দরকার হয় তবে আমরা ভবিষ্যৎ প্রকল্পের মাধ্যমে ওনার ঋণের ব্যবস্থার চেষ্টা করব। যাতে উনি এই ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।
advertisement
বিডিওর থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পর ব্যবসায়ী শেখ আব্দুর সামাদ জানান, বিডিও সাহেব নিজে যখন উদ্যোগী হয়েছেন তখন আমার সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করছি। তিনি সকলকে ধন্যবাদ জানান।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: নিউজ ১৮ বাংলার খবর দেখে ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিডিও