জানা যায়, প্রথমার্ধে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর, তাদের প্রাকটিক্যাল পরীক্ষা করার হচ্ছিল। সেই সময় বায়োমেট্রিক টেস্ট করার জন্য হাতের আঙ্গুলের সঙ্গে ওই পরীক্ষার্থীদের ছবি ডকুমেন্ট না মেলায় সন্দেহ হয়। তখনই ৮৫ নম্বর বিএসএফের ব্যাটেলিয়ানে আধিকারিকদের পুরো বিষয়টা নজরে আসে। তারপর তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় ভেঙে পড়েন অভিযুক্তরা। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুনঃ বাবা লোকনাথের চাকলা ধামে মঙ্গল দ্বীপ, ভক্তদের ভিড়
শুরু হয় তদন্ত। অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সম্পূর্ণ জাল নথি তৈরি করে পরীক্ষায় বসার চেষ্টা করেছিলেন তারা। এই বিষয়টি সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য, বিহারের ওই তিন যুবককে এদিন বসিরহাট মহকুমা আদালতে পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় হাসনাবাদ থানার পুলিশ। বিচারক পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। তবে কীভাবে তারা লিখিত পরীক্ষা অবধি আসলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Rudra Narayan Roy