পুলিশ সূত্রে খবর, সেক্টর ফাইভের একটি বহুতলের আট তলায় অফিস নিয়ে এই ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ হানা দেয় ওই অফিসে। অফিস থেকে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়, তার মধ্যে ৫ জন তরুণী। বৃহস্পতিবার তাঁদের বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা বেআইনি ভাবে এই কল সেন্টার চালাচ্ছিল। বিদেশি নাগরিক মূলত বয়স্ক মানুষদের ফোন করে বিনামূল্যে আর্থিক পুরস্কার ও হেলথ স্কিম দেওয়ার নাম করে প্রতারণা করা হত। অর্থ দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। পুলিশ তদন্ত নেমে জানতে পারে রাজ্যজুড়ে এহেন বড়সড় প্রতারণা চক্র কাজ করছে। তাদের খোঁজ শুরু হয়েছে। অফিস থেকে ৫০ টি কম্পিউটার, ৩ টি ল্যাপটপ,৪১ টি মোবাইল ফোন উদ্ধার হয়।
advertisement
উল্লেখ্য, বিধাননগরে এই ধরনের একাধিক ভুয়ো কল সেন্টার গড়ে উঠেছিল। এই কল সেন্টারেরগুলির মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা চক্র চলত। বিধাননগরে প্রায় প্রত্যেকদিন ভুয়ো কল সেন্টারের হদিশ মিলছে। কিছুদিন আগেই পুলিশ হানা দিয়ে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করেছিল। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার গৌরব শর্মা আসার পরই এই সমস্ত ভুয়ো কল সেন্টারগুলির খোঁজে নিয়মিত রেইড চলছে।
অনুপ চক্রবর্তী