TRENDING:

Exceptional Profession: আমলাশোল অতীত, পিঁপড়ের ডিম ভরাচ্ছে পকেট!

Last Updated:

পিঁপড়ের ডিম সংগ্রহ করে হচ্ছে রোজগার। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই পেশা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জীবিকার নাম- পিঁপড়ের ডিম সংগ্রাহক। হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন পিঁপড়ের ডিম! কথাটা শুনে সেই আমলাশোলের কথা মনে পড়ে যাচ্ছে কি? জঙ্গলমহলে অনাহারে ভোগা মানুষগুলো কিছু খেতে না পেয়ে পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল আজ থেকে দেড় দশক আগে। যদিও শেষ রক্ষা হয়নি। বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর তা নিয়েই ঝড় উঠেছিল তৎকালীন রাজ্য রাজনীতিতে। তবে পিঁপড়ের ডিমকে ঘিরে গোটা গল্পটাই বদলে গিয়েছে। এখন পিঁপড়ের ডিম আর অপুষ্টি বা দারিদ্রের প্রতীক নয়। বরং পিঁপড়ের ডিম সংগ্রহ করেই বাড়তি আয়ের মুখ দেখেছেন বসিরহাটের সর্দারআটি গ্রামের মানুষ।
advertisement

আরও পড়ুন: ডেঙ্গির হাত থেকে বাঁচতে উচ্ছেদ অভিযান!

ছিপ দিয়ে মাছ ধরার জন্য টোপ হিসেবে ব্যাপক চাহিদা পিঁপড়ের ডিমের। কলকাতার পাশাপাশি শহরতলিতে এর চাহিদা যথেষ্ট। মাঝখানে এর দাম বাড়ায় এই ডিম সংগ্রাহকদের আয়‌ও বেড়েছে। ১০০ গ্রাম পিঁপড়ের ডিম সংগ্রহ করতে পারলে ১৫০-২০০ টাকা রোজগার হয়।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সর্দার‌আটি গ্রামের বেশ কিছু যুবক এই পিঁপড়ের ডিম সংগ্রহ করে নিশ্চিন্তে আয় করছেন। এই পেশা প্রসঙ্গে তাঁরা জানান, সাধারণত ঝোপঝাড়ে বা বড় গাছের উপরে সোনালি রঙের পিঁপড়ে নিজেদের মুখনিঃসৃত লার্ভা দিয়ে তিন-চারটে পাতাকে সেলাই করে একটা থলির মতো বানিয়ে নেয়। এই থলি যেমন মজবুত, তেমন দেখতেও সুন্দর। ফুল থেকে মধু সংগ্রহ করে এই বাসার মধ্যেই রেখে দেয় পিঁপড়ের দল। পাকা ফলও এদের খাবার। এই বাসাতেই তারা ডিম পাড়ে। এই ডিম সংগ্রহের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেন, একটি লম্বা বাঁশের মাথায় ডালি বাঁধা হয়। পিঁপড়ের বাসা খুঁজে সেখানে সেই বাঁশটি দিয়ে আঘাত করা হয়। ফলে বাসাটি গাছ থেকে আলাদা হয়ে বাঁশে বেঁধে রাখা ডালিতে এসে জড়ো হয় ডিম।

advertisement

View More

এই ধরনের পিঁপড়েরা স্বভাবে বেশ সতর্ক। তাই আক্রমণকারীকে পালটা হামলা করে তারা। ফলে যতই সতর্ক থাকুন না কেন পিঁপড়ের ডিম সংগ্রহ করতে গিয়ে তাদের কামড় থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। সেই কামড় সহ্য করেই এই পেশা চালিয়ে যেতে হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Exceptional Profession: আমলাশোল অতীত, পিঁপড়ের ডিম ভরাচ্ছে পকেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল