East Medinipur News: ডেঙ্গির হাত থেকে বাঁচতে উচ্ছেদ অভিযান!
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডেঙ্গির প্রকোপ কমাতে সক্রিয় পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভা। তমলুকে নর্দমার উপর গড়ে ওঠা অবৈধ দোকান ভেঙে দিল
পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্ষার শুরুতেই এমন বাড়াবাড়ি হওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভাগুলোকে যথোপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিভিন্ন পুর এলাকায় চলছে নর্দমা পরিষ্কারের কাজ। পাশাপাশি ডেঙ্গি বহনকারী মশার লার্ভা ধ্বংস করার জন্য নর্দমার জলে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। তবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কিছুটা বিকল্প পথে হাঁটল তাম্রলিপ্ত পুরসভা।
রাজ্যের অন্যান্য এলাকার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। শহরবাসীকে এই বিপদ থেকে বাঁচাতে ড্রেনের উপর গড়ে ওঠা নির্মাণকাজ ভাঙার কাজ শুরু করল তাম্রলিপ্ত পুরসভা। সোমবার এই কারণে বেশ কিছু অবৈধ দোকান ভেঙে দেয় পুর কর্তৃপক্ষ। তাম্রলিপ্তের পুরপ্রধান দীপেন্দ্র নারায়ন রায় কাউন্সিলরদের নিয়ে এই উচ্ছেদ অভিযানে শামিল হন।
advertisement
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে পুরপ্রধান বলেন, ডেঙ্গির প্রকোপ কমাতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান চলাচ্ছি। সচেতনতার বার্তা তুলে ধরে মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভার নর্দমাগুলোর উপর অনেকে ঝুপড়িঘর বা দোকান করেছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সাফাই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানান।
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2023 7:32 PM IST








