তবে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে যাওয়ার জন্য সোম, বুধ এবং শুক্রবার বিমান চালাচ্ছে এয়ার আরবিয়া। অর্থাৎ সপ্তাহে সাতদিনই ‘সিটি অফ জয়’ কলকাতা থেকে সরাসরি মরুশহর আবু ধাবিতে যাওয়া যাবে নির্বিঘ্নে। এদিন আবু ধাবি থেকে কলকাতায় আসেন ১৫২ জন বিমানযাত্রী। আবার কলকাতা থেকে আবু ধাবি উড়ে যায় ১২৬ জন বিমান যাত্রী। কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রাণকেন্দ্র দুবাই এবং কাতারের রাজধানী দোহা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা থাকলেও আবু ধাবি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। মার্চ মাস থেকেই দুটি বিমানসংস্থা এই রুটে যাত্রী পরিষেবা শুরু করায় দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা, সংস্কৃতির মেলবন্ধন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। যাত্রীদের ক্ষেত্রেও বাড়বে সুবিধা।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 12:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Etihad Airways in Kolkata: কলকাতা-আবু ধাবি রুটে পুনরায় বিমান পরিষেবা চালু করল এতিহাদ