Mohun Bagan Club Gate: পাল্টে গেল মোহনবাগানের মূল গেটের নকশা, চুনী গোস্বামীর নামাঙ্কিত গেটে বসানো হল পালতোলা নৌকো
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Mohun Bagan Supergiants Club Gate new Design: শিলিগুড়িতে একটি রাস্তার নামকরণ হচ্ছে মোহনবাগান সরণি নাম হিসেবে। আগামী রবিবার অর্থাৎ ২ এপ্রিল সেই রাস্তার উদ্বোধন ৷
ঈরণ রায় বর্মন, কলকাতা: আধুনিকতার মোড়কে ধরা দিচ্ছে কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্লাবগুলি। মাঠ থেকে ড্রেসিংরুম সব জায়গাতেই নতুনত্বের ছোঁয়া। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবে চালু হয়েছে লাইব্রেরি। সবুজ-মেরুন ক্লাবে দিন কয়েক আগেই উদ্বোধন হয়েছে বিখ্যাত ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে জিম। অমল দত্তের নামে শীতাতপ নিয়ন্ত্রিত প্রেস বক্সের নামকরণ হবে বলে ঘোষণা করা হয়েছে। ফুটবল কর্তা ধীরেন দে-র নামে ভিআইপি গ্যালারির নামকরণও হবে।
ইতিমধ্যেই প্রাক্তন ফুটবলারদের নামে বিভিন্ন গেটের নামকরণ করা হয়েছে। মোহনবাগান ক্লাবের মূল গেট কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর নামে নামাঙ্কিত করা হয়েছে। এবার সেই গেটে এল বদল। চুনি গোস্বামীর নামে নামাঙ্কিত হওয়া গেটটি আধুনিক করা হল। মোহনবাগান ক্লাবের লোগো অর্থাৎ পালতোলা নৌকা আকারে মোহনবাগানের মূল ফটকের গেট তৈরি করা হল।
advertisement
advertisement

দিন কয়েক আগে দেখা যায় ম্যাটাডরের ধাক্কায় মন বাগানের মূল গেটের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তখনই শোনা যায় নতুন করে গেট তৈরি করার জন্য পুরনোটি ভেঙে ফেলা হবে। সেইমতো মূল গেট পরিবর্তন করা হল। এর আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, একেবারে আধুনিক পর্যায়ে গড়ে তোলা হবে মোহনবাগান ক্লাব তাঁবু। ইতিমধ্যেই তাঁবুর আধুনিকীকরণ, অত্যাধুনিক জিম, উন্নত মানের মাঠ সবই হয়েছে। এবার প্রবেশদ্বারের সংস্কারের পিছনে কাজ করছে মোহনবাগান। সেই মতোই মূল গেট পরিবর্তন করা হল। লোহার তৈরি এই গেটটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবে বসানো হয়ে গিয়েছে। এর ওপর সবুজ মেরুন রংয়ের প্রলেপ পড়বে।
advertisement

ক্লাব তাবু সংস্কারের পাশাপাশি মোহনবাগান কর্তারা বিভিন্ন জেলায় ক্লাবের নামে রাস্তা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেইমতো শিলিগুড়িতে একটি রাস্তার নামকরণ হচ্ছে মোহনবাগান সরণি নাম হিসেবে। আগামী রবিবার অর্থাৎ ২ এপ্রিল সেই রাস্তার উদ্বোধন করতে উপস্থিত থাকবেন বাগান সচিব দেবাশীষ দত্ত। শিলিগুড়ির পর আরও বিভিন্ন জেলায় মোহনবাগান ক্লাবের নামে রাস্তা করার অনুমতি নিয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিচ্ছে মোহনবাগান ক্লাব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2023 11:27 AM IST









