কলকাতা: ২৪ ঘণ্টা আগে দেশকে এশিয়া কাপের প্রস্তুতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করে শ্বশুরবাড়িতে দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তবে শুধু শ্বশুরবাড়ি এলেন তা নয়, স্ত্রীয়ের আবদারে রীতিমতো ডায়েট চার্ট ভুলে ফুচকায় মজলেন ভারত অধিনায়ক। রাস্তায় দাঁড়িয়ে আমজনতার সঙ্গে দেদার ফুচকায় কামড় দিলেন সুনীল ছেত্রী।
প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের জামাইয়ের কীর্তি দেখে পথ চলতি মানুষ আচমকা হকচকিয়ে যান। গল্ফ গ্রিনের রাস্তায় দাঁড়িয়ে সুনীল ছেত্রীকে ফুচকা খেতে দেখে অনেকই অবাক হয়ে গিয়েছিলেন। তবে বুঝতে পেরে ভারত অধিনায়কের ফুচকা খাওয়ার মুহূর্তটা ক্যামেরাবন্দিও করে নেন অনেক পথ চলতি মানুষ। এমনকী, সেলফি তোলার আবদারও আসে ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে। আসলে ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকা বাকি খদ্দেররাও সুনীলের সঙ্গে ছবি তুলতে চান।
আরও পড়ুন- এপ্রিলেই রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য, এই চার রাশির জীবনে শুরু হবে ধনসম্পদের বর্ষণ!
টিভির পর্দায় কিংবা ফুটবল মাঠে ভারত অধিনায়ককে দেখে অভ্যস্ত মানুষজন আচমকা রাস্তায় দাঁড়িয়ে তাঁকে ফুচকা খেতে দেখে মুহূর্তটা মুঠোফোন বন্দি করতে ভুল করেননি। আসলে সুনীল ছেত্রীর স্ত্রী অর্থাৎ সোনমের আবদারে ফুচকা খেতে রাস্তায় বেরিয়ে পড়েন সুনীল ছেত্রী। সুনীলের শাশুড়িও এই ফুচকা অভিযানের সঙ্গী ছিলেন। তবে স্বাস্থ্য সচেতন সুনীল কয়েকটা মাত্রই ফুচকা চেখে দেখেন। তাও সুনীলকে নিজের হাতে ফুচকা খাইয়ে দেন স্ত্রী সোনম। কালবৈশাখীর দাপটে শহর জুড়ে মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তাই বৃষ্টি যাতে ফুচকা খাওয়ায় বাঁধা না হয়, সেই জন্য রীতিমতো ছাতা হাতে করে রাস্তায় নামেন ভারত অধিনায়ক।
হাফ প্যান্ট আর টি-শার্টে দেখা যায় সুনীলকে। মাস্ক পরে প্রথমে রাস্তায় বেরিয়েছিলেন সুনীল। কিন্তু ফুচকা খাওয়ার সময় অগত্যা মাস্ক নামাতেই হয়। আর তখনই ভারত অধিনায়ককে ফুচকা খেতে দেখে মানুষজন ক্যামেরাবন্দি করে ফেলেন ঘটনাটা। একদিন আগেই ভারতকে প্রস্তুতি টুর্নামেন্টে জেতানোর পাশাপাশি নয়া মাইলস্টোন তৈরি করেছেন সুনীল। কিরঘিজ প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুনীল ছেত্রীরা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দেশের হয়ে ৮৫তম গোল করেন সুনীল। শুধু গোল করাই নয়, দেশের জার্সিতে গোল করার নজিরে ছাপিয়ে যান কিংবদন্তি পুস্কাসকেও।
আপাতত দিন কয়েকের ছুটিতে কলকাতায় এসেছেন সুনীল ছেত্রী। এপ্রিল মাসের শুরুতেই বেঙ্গালুরুর হয়ে সুপার কাপ খেলতে নামবেন ভারত অধিনায়ক। আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয়েছিল সুনীলকে। ফাইনাল হারের ভুল থেকে শিক্ষা নিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তবে টুর্নামেন্টে নামার আগে শ্বশুরবাড়িতে ছুটি কাটাতে এসেও সংবাদ শিরোনামে সুব্রত ভট্টাচার্যের জামাই। তবে এবার গোল করার জন্য নয়, গোল ফুচকা খাওয়ার জন্য চর্চায় ভারত অধিনায়ক ৷
ঈরণ রায় বর্মননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।