TRENDING:

North 24 Parganas News: বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই সর্বনাশ! ভ্যান উল্টে মৃত ১ নাবালক,আহত আরও ৩

Last Updated:

North 24 Parganas News: দেগঙ্গায় যন্ত্রচালিত ইঞ্জিন ভ‍্যান  উল্টে মৃত্যু ১ ,আহত -৩ জন,ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।দেগঙ্গা থানার গোসাইপুর এলাকায় দেগঙ্গা-হাড়োয়া রোডের উপর সোমবার রাতে  পথ দূর্ঘটনায়  মৃত্যু হল ১ নাবালকের, আহত ৩ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা: দেগঙ্গায় যন্ত্রচালিত ইঞ্জিন ভ‍্যান উল্টে মৃত্যু ১ ,আহত -৩ জন, ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।দেগঙ্গা থানার গোসাইপুর এলাকায় দেগঙ্গা-হাড়োয়া রোডের উপর সোমবার রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু হল ১ নাবালকের, আহত ৩ জন।মৃত নাবালকের নাম রিয়াজ মোল্লা(১৩)।আহত ও মৃত চারজনই যন্ত্রচালিত ভ‍্যানের যাত্রী।স্থানীয় সূত্রে খবর, যন্ত্রচালিত ইঞ্জিন ভ‍্যানটি হাড়োয়ার দিকে মাচ্ছিল গোসাইপুর এলাকায় একটি মোটরসাইকেল সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
 ইঞ্জিন ভ‍্যান  উল্টে মৃত নাবালক
ইঞ্জিন ভ‍্যান  উল্টে মৃত নাবালক
advertisement

গোসাইপুর বাজার থেকে একটি ইঞ্জিন ভ্যানে আর পাঁচজন যুবক হাড়োয়ার দিকে যাচ্ছিলেন সেই সময় গোসাইপুর বাজার পেরিয়েই সেই ইঞ্জিনিয়ারের সামনে চলে আসে হঠাৎই এক মোটরবাইক আরোহী। সেই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই ইঞ্জিনভ্যান এ থাকা সমস্ত যাত্রী রাস্তার ধারে পড়ে যায় উল্টে যায়৷ ইঞ্জিন ভ্যানটিও পাঁচ ছয় জন যুবককে দ্রুত অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিয়াজ মোল্লা ১৩ বছরের এক নাবালককে মৃত ঘোষণা করে।বাকিদের অবস্থা গুরুতর৷ হাড়োয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসা চলছে৷

advertisement

 আরও পড়ুন-বোমা নাকি ‘মুড়ি-মিছরি’! এবার এখান থেকে পাওয়া গেল তাজা সকেট বোমা

View More

আরও পড়ুন-ক্ষত সারিয়ে মঙ্গলবার থেকে ফের চালু বন্দে ভারত! হাওড়া থেকে কোন সময়ে রওনা হল ট্রেন

এখানে প্রশ্ন তাহলে কি ইঞ্জিনভ্যানের অতিরিক্ত স্পিড ছিল আর তার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়? উল্টে যাওয়া ভ্যানটিকে উদ্ধার করে স্থানীয় মানুষজন তারাই পুলিশকে খবর দেয় তড়িঘড়ি আহতদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন,ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই সর্বনাশ! ভ্যান উল্টে মৃত ১ নাবালক,আহত আরও ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল