করোনার জেরে লকডাউনের সময় বাদুড়িয়া নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের একাদশ শ্রেণির ২০ জন ছাত্রী লাগাতার বাল্যবিবাহ, নারী পাচার রোধের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। তাদের সেই মানবিক উদ্যোগের জন্যই জেলার সেরা স্বীকৃতি পেল স্কুল। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী পুরস্কৃত করলেন এই স্কুলটিকে। ৭৪ বছরে স্কুলে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় ২০০০। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৩৪ জন। সীমান্তবর্তী ব্লক বাদুড়িয়া। পাশেই বাংলাদেশ। সেখানকার একাদশ শ্রেণির এই ছাত্রীরা সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে লাগাতার কাজ করে গেছে। ইতিমধ্যে তারা প্রায় ১০ জন নাবালিকার বিয়ে আটকে দিয়েছে। পাশাপাশি রুখে দিয়েছে নারী পাচার। এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বড় সমস্যার মধ্যেও পড়তে হয়েছে তাদের। তবু হাল ছাড়েনি ওই ছাত্রীরা। পাশে পেয়েছে স্কুলকে। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী সহ সকলে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এমনকি স্কুলের পরিচালন সমিতির এই সাহসী ছাত্রীদের পাশে থেকেছে।
advertisement
আরও পড়ুন: পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বিয়েবাড়ির বাস, হাসপাতালে ভর্তি ৭ যাত্রী
বাল্যবিবাহ রোধ ও নারী পাচার আটকানোর পাশাপাশি বাদুড়িয়া নেতাজি শিক্ষা নিকেতনের একাদশ শ্রেণির ছাত্রীরা ডেঙ্গু প্রতিরোধের জন্য লাগাতার প্রচার চালিয়ে গেছে। বাল্যবিবাহ রোধে পথ নাটকের মধ্য দিয়ে এই কাজ করেছে ওই 'কন্যাশ্রী' মেয়েরা। মেয়েদের এই পদক্ষেপে গর্বিত শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরা। তাঁরা চাইছেন আগামী দিনের পথ প্রদর্শক হোক এই উদাহরণ।
বাদুড়িয়ার এই স্কুলের ছাত্রীদের উদ্যম রাজনৈতিক মহলেরও নজর কেড়ে নিয়েছে। 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল নেতাকর্মীরা স্কুলে এসে ওই ছাত্রীদের হাতে গোলাপ ফুল, মিষ্টি তুলে দেন।
জুলফিকার মোল্লা