TRENDING:

North 24 Parganas News: বাল্যবিবাহ-নারী পাচার ঠেকাতে লড়ছে একাদশ শ্রেণির ছাত্রীরা! স্বীকৃতি দিল প্রশাসন

Last Updated:

বিপদের তোয়াক্কা না করে নাবালিকার বিয়ে আটকে দিচ্ছে ওরা, রুখে দিচ্ছে আন্তর্জাতিক নারী পাচার! বাদুড়িয়ার স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীদের কীর্তিতে মুগ্ধ সকলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বাল্যবিবাহ ও নারী পাচার রোধে জেলার সেরা হল পেল বাদুড়িয়া চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন। পূজা, অন্তরা, রাজশ্রীরা আগামী দিনের শিক্ষার আলোয় সমাজ চেতনার ডাক দিয়েছে।
advertisement

করোনার জেরে লকডাউনের সময় বাদুড়িয়া নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের একাদশ শ্রেণির ২০ জন ছাত্রী লাগাতার বাল্যবিবাহ, নারী পাচার রোধের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। তাদের সেই মানবিক উদ্যোগের জন্য‌ই জেলার সেরা স্বীকৃতি পেল স্কুল। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী পুরস্কৃত করলেন এই স্কুলটিকে। ৭৪ বছরে স্কুলে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় ২০০০। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৩৪ জন। সীমান্তবর্তী ব্লক বাদুড়িয়া। পাশেই বাংলাদেশ। সেখানকার একাদশ শ্রেণির এই ছাত্রীরা সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে লাগাতার কাজ করে গেছে। ইতিমধ্যে তারা প্রায় ১০ জন নাবালিকার বিয়ে আটকে দিয়েছে। পাশাপাশি রুখে দিয়েছে নারী পাচার। এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বড় সমস্যার মধ্যেও পড়তে হয়েছে তাদের। তবু হাল ছাড়েনি ওই ছাত্রীরা। পাশে পেয়েছে স্কুলকে। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী সহ সকলে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এমনকি স্কুলের পরিচালন সমিতির এই সাহসী ছাত্রীদের পাশে থেকেছে।

advertisement

আরও পড়ুন: পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বিয়েবাড়ির বাস, হাসপাতালে ভর্তি ৭ যাত্রী

বাল্যবিবাহ রোধ ও নারী পাচার আটকানোর পাশাপাশি বাদুড়িয়া নেতাজি শিক্ষা নিকেতনের একাদশ শ্রেণির ছাত্রীরা ডেঙ্গু প্রতিরোধের জন্য লাগাতার প্রচার চালিয়ে গেছে। বাল্যবিবাহ রোধে পথ নাটকের মধ্য দিয়ে এই কাজ করেছে ওই 'কন্যাশ্রী' মেয়েরা। মেয়েদের এই পদক্ষেপে গর্বিত শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরা। তাঁরা চাইছেন আগামী দিনের পথ প্রদর্শক হোক এই উদাহরণ।

advertisement

View More

বাদুড়িয়ার এই স্কুলের ছাত্রীদের উদ্যম রাজনৈতিক মহলেরও নজর কেড়ে নিয়েছে। 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল নেতাকর্মীরা স্কুলে এসে ওই ছাত্রীদের হাতে গোলাপ ফুল, মিষ্টি তুলে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাল্যবিবাহ-নারী পাচার ঠেকাতে লড়ছে একাদশ শ্রেণির ছাত্রীরা! স্বীকৃতি দিল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল