Murshidabad Bus Accident: পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বিয়েবাড়ির বাস, হাসপাতালে ভর্তি ৭ যাত্রী

Last Updated:

মুর্শিদাবাদে গভীর রাতে উল্টে গেল বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭ জন

+
title=

মুর্শিদাবাদ: ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে। এবার বিয়েবাড়ির বাস উল্টে আহত হলেন ৭ জন যাত্রী। বৃহস্পতিবার গভীর হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, কনেযাত্রী বোঝাই বাসটি নওদার গোঘাটা থেকে বহরমপুরের চুনাখালি নিমতলার বাড়িতে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায় উল্টে যায়। জানা গিয়েছে, বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো ফুটের তিনটি দোকানকে পরপর ধাক্কা মারে। তারপর‌ই রাজ্য সড়কের উপর উল্টে যায়। যে তিনটি দোকানে বাসটি ধাক্কা দেয় সেগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন বাসে থাকা ৭ যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের দ্রুত বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার পর‌ই বিয়েবাড়ির বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মুর্শিদাবাদে আরেক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছিল। ঘন কুয়াশার কারণে ডোমকল থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাস ও উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দৌলতাবাদের নয় মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আহত হয় বাসবোঝাই যাত্রী সহ দুই গাড়ির চালক। তারপর বৃহস্পতিবার রাতে ফের বাস দুর্ঘটনা ঘটায় চিন্তিত জেলা প্রশাসন। বাস চালকদের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলায়।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Bus Accident: পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বিয়েবাড়ির বাস, হাসপাতালে ভর্তি ৭ যাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement